পৌরনীতি ও সুশাসন ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. প্রাচীনকালে কোথায় নগররাষ্ট্র গড়ে উঠেছিল?

ক. রোমে খ. ইতালিতে

গ. গ্রিসে ঘ. ফ্রান্সে

৩২. রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?

ক. প্লেটো খ. অ্যারিস্টটল

গ. ই এম হোয়াইট ঘ. সেন্ট অগাস্টিন

৩৩. ‘ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন এবং রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত ইতিহাস মূল্যহীন’—এ উক্তিটি কার?

ক. লর্ড অ্যাকটন খ. অধ্যাপক লাস্কি

গ. অধ্যাপক সিলি ঘ. অধ্যাপক ফাইনার

৩৪. ‘আজকের পৌরনীতি আগামীকালের ইতিহাস’—এ উক্তিটি কিসের ইঙ্গিত দেয়?

ক. গভীর সম্পর্ক খ. নিকট সম্পর্ক

গ. মাঝামাঝি সম্পর্ক ঘ. সমান্তরাল সম্পর্ক

৩৫. উন্নত প্রশাসনের প্রকৃতি বিচারে নিচের কোন বিষয়টির ভূমিকা বেশি?

ক. নীতিবিদ্যা

খ. লোকপ্রশাসন

গ. পৌরনীতি ও সুশাসন

ঘ. মনোবিজ্ঞান

৩৬. চার্লস ক্লিনটন পিটার্স পৌরনীতিকে মূলত কী–সংক্রান্ত পাঠ বলে আখ্যায়িত করেন?

ক. সরকারের গঠন ও ক্রিয়া

খ. নাগরিক অধিকার ও কর্তব্য

গ. রাজনৈতিক প্রতিষ্ঠান

ঘ. নাগরিকতা

৩৭. ‘জেনোফোবিয়া’ (Xenophobia) বলতে কী বোঝায়?

ক. স্বজাত্যবোধ

খ. বিদেশিদের প্রতি অহেতুক ঘৃণা

গ. নাগরিকতা

ঘ. দ্বৈত নাগরিকতা

৩৮. জাতিরাষ্ট্র আয়তনে কেমন হয়?

ক. ক্ষুদ্র খ. নগরের সদৃশ

গ. বিশাল ঘ. সংকীর্ণ

৩৯. ই এম হোয়াইট তাঁর কোন গ্রন্থে পৌরনীতির সংজ্ঞা দিয়েছেন?

ক. The Foundations of Citizenship

খ. A Very Short History of Citizenship

গ. The Theory of Citizenship

ঘ. The Philosophy of Citizenship

৪০. কোন সংস্থা অংশগ্রহণকে মানবাধিকার হিসেবে আখ্যায়িত করে?

ক. বিশ্বব্যাংক খ. ইউএনডিপি

গ. ইউনিসেফ ঘ. ইউএনএফপিএ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.খ ৩৩.গ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা