সংক্ষেপে জেনে রাখি - সিভনল, সঙ্গীকোষ, নেমাটোসিস্ট, পরিবহন টিস্যু

সিভনল

সিভকোষ বিশেষ ধরনের কোষ। কোষগুলো লম্বা, ফাঁপা, একটির মাথায় আরেকটি বসে লম্বা নলের আকার ধারণ করে। মাথায় মাথায় যুক্ত সিভকোষগুলোর সংযোগস্থলের প্রাচীর ছোট ছোট ছিদ্রযুক্ত। ছিদ্রযুক্ত এ প্রাচীরকে সিভপ্লেট বলে। পরিণত সিভনলে নিউক্লিয়াস থাকে না।

সঙ্গীকোষ

সঙ্গীকোষ হচ্ছে প্যারেনকাইমাজাতীয় এক ধরনের কোষ। এটি সরু ও লম্বা কোষ এবং সব সময় সিভনলের সঙ্গে অবস্থান করে। এর সাইটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াস বড়। প্রাচীরের ছিদ্র দিয়ে সিভনলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।

নেমাটোসিস্ট

কোষের ভেতরে প্রোটিন ও ফেনলে গঠিত হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলে পূর্ণ এবং একটি লম্বা, সরু, ফাঁপা ও প্যাঁচানো সূত্রকযুক্ত স্থূল প্রাচীরের ক্যাপস্যুলকে নেমাটোসিস্ট বলে। প্রকৃতপক্ষে ক্যাপস্যুলের সরু প্রান্তটি প্রলম্বিত হয়ে সূত্রক গঠন করে।

পরিবহন টিস্যু

পরিবহন টিস্যু উদ্ভিদদেহে খাদ্যের কাঁচামাল ও প্রস্তুতকৃত খাদ্য পরিবহনের কাজ করে। পরিবহন টিস্যুকে জটিল টিস্যুও বলা হয়। এ টিস্যু দুই ধরনের—জাইলেম ও ফ্লোয়েম।

আরও পড়ুন