সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

৪১. আমাদের দেশে পুত্রসন্তানকে অধিক গুরুত্ব দেওয়া হয়—

i. পড়াশোনার জন্য কম খরচ করতে হয় বলে

ii. ভবিষ্যতে সংসারের হাল ধরে বলে

iii. অর্থ উপার্জন করে বাবা-মাকে খাওয়ায় বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪২. নারী অধিকার হলো—

i. নারীর জন্য প্রদত্ত সুযোগ-সুবিধা

ii. রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুযোগ-সুবিধা

iii. বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪৩. কবে জাতিসংঘ ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?

ক. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর

খ. ১৯৪৯ সালের ৮ অক্টোবর

গ. ১৯৫০ সালের ১০ ডিসেম্বর

ঘ. ১৯৫১ সালের ১০ ডিসেম্বর

৪৪. ‘আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব।’ উক্তিটি কার?

ক. আলেকজান্ডারের

খ. নেপোলিয়ন বোনাপার্টের

গ. শেক্সপিয়ারের

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের

৪৫. কর্মস্থলে নারীর মাতৃত্বকালীন ছুটির সময়সীমা কত?

ক. ৩ মাস খ. ৪ মাস

গ. ৫ মাস ঘ. ৬ মাস

৪৬. সমাজে নারীদের ভূমিকা হলো—

i. সন্তান লালনপালন করা

ii. পুরুষের পাশাপাশি সংসারের দায়িত্ব পালন করা

iii. আয় উপার্জনমূলক কাজ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪৭. নারীকে পুরুষের পাশাপাশি সমান অধিকার দেওয়া হয়েছে—

i. আমাদের সংবিধানে

ii. সরকারি বিধিবিধানে

iii. সামাজিক বিধিবিধানে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪৮. সরকারের গৃহীত কোন ব্যবস্থার সুফল নারীরা পেতে শুরু করেছে?

ক. কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি

খ. মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি

গ. গৃহকর্মের সুযোগ

ঘ. কর্মসংস্থানের সুযোগ

৪৯. সন্তানের নামের সঙ্গে বাবার নামের পাশাপাশি কার নাম লেখা সরকার বাধ্যতামূলক করেছে?

ক. দাদার খ. মায়ের

গ. নানার ঘ. নানির

৫০. সরকার কোন শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে?

ক. পঞ্চম শ্রেণি

খ. অষ্টম শ্রেণি

গ. মাধ্যমিক শ্রেণি

ঘ. উচ্চমাধ্যমিক শ্রেণি

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৪১.খ ৪২.ক ৪৩.ক ৪৪.খ ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.ক ৪৮.খ ৪৯.খ ৫০.ঘ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)