নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | বই পড়া : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

নবম শ্রেণির পড়াশোনা

বই পড়া

৫১. ধনের সৃষ্টি কোনটির সাপেক্ষ?

ক. জ্ঞান খ. মন

গ. শিক্ষা ঘ. অর্থ

৫২. জ্ঞানের সৃষ্টি কোনটির সাপেক্ষ?

ক. চিন্তাচেতনা খ. মন

গ. জ্ঞান ঘ. বুদ্ধিবৃত্তি

৫৩. শিক্ষা আমাদের কোনটি দূর করবে বলে আমরা মনে করি?

ক. দরিদ্রতা

খ. অভাব-অনটন

গ. চোখের জল

ঘ. পারিবারিক কলহ

৫৪. ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?

ক. সার্টিফিকেট অর্জন

খ. সাহিত্যচর্চা

গ. শিক্ষাপ্রতিষ্ঠান

ঘ. স্কুল–কলেজ

৫৫. ‘জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়’—এই উক্তির ব্যবহার রয়েছে কোনটিতে?

ক. বাঙলা শব্দ

খ. বই পড়া

গ. একাত্তরের দিনগুলি

ঘ. দেনাপাওনা

৫৬. ‘বই পড়া’ প্রবন্ধে লেখক কোথায় দর্শনের চর্চা করা যায় বলে উল্লেখ করেন?

ক. মন্দিরে খ. গুহায়

গ. ঘরে ঘ. লাইব্রেরিতে

৫৭. সাহিত্যচর্চা করার জন্য কোনটি অবশ্যম্ভাবী?

ক. বইপত্র খ. লাইব্রেরি

গ. জাদুঘর ঘ. মেধা

৫৮. ‘বই পড়া’ প্রবন্ধে কোনটি প্রতিষ্ঠার ফলে দেশের উপকার হবে বলে লেখক উল্লেখ করেন?

ক. লাইব্রেরি খ. হাসপাতাল

গ. স্কুল-কলেজ ঘ. দাতব্য প্রতিষ্ঠান

৫৯. কোনটি কেউ কাউকে দিতে পারে না?

ক. শিক্ষা খ. অর্থ

গ. ধন-সম্পদ ঘ. স্থাবর সম্পত্তি

৬০. সুশিক্ষিত লোকমাত্রই কী?

ক. জ্ঞানী খ. স্বশিক্ষিত

গ. ভদ্র ঘ. বুদ্ধিমান

সঠিক উত্তর

বই পড়া: ৫১.ক ৫২.খ ৫৩.গ ৫৪.খ ৫৫.খ ৫৬.খ ৫৭.খ ৫৮.ক ৫৯.ক ৬০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)