অধ্যায় ২
৩১. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
ক. ১২ মিটার খ. ২১ মিটার
গ. ৩১ মিটার ঘ. ৩৪ মিটার
৩২. বরেন্দ্রভূমির মাটির রং কীরূপ?
ক. ধূসর খ. লালচে হলুদ
গ. খয়েরি ঘ. হালকা বাদামি
৩৩. বিন্ধ্যা ও সাতপুরা কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল খ. ক্ষয়জাত
গ. ল্যাকোলিথ ঘ. স্তূপ
৩৪. আফ্রিকার কিলিমানজারো কোন ধরনের পর্বত?
ক. ল্যাকোলিথ খ. আগ্নেয়
গ. চ্যুতি স্তূপ ঘ. ভঙ্গিল বা ভাঁজ
৩৫. আদিতে পৃথিবী কী রকম ছিল?
ক. কঠিন অবস্থা খ. গ্যাসপিণ্ড
গ. অত্যন্ত শীতল ঘ. সাধারণ
৩৬. ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য—
i. স্তর ও জীবাশ্মবিহীন থাকে
ii. ভাঁজ দেখা যায়
iii. দীর্ঘ ও উচ্চতম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আসমা গাজীপুরে থাকে। সে ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রামে ঘুরতে যাবে।
৩৭. উদ্দীকের গাজীপুর জেলাটি কোন ভূপ্রকৃতির অন্তর্ভুক্ত?
ক. টারশিয়ারি পাহাড়
খ. প্লাইস্টোসিনকালের সোপান
গ. প্লাবন সমভূমি
ঘ. উপকূলীয় সমভূমি
৩৮. পার্বত্য চট্টগ্রামের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য—
i. পাহাড়ের উচ্চতা ৬১০ মি.
ii. লুসাই পাহাড়ের সমগোত্রীয়
iii. হিমালয় পর্বতের সময় সৃষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. সাধারণত ৬০০ মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট শিলাস্তরকে কী বলে?
ক. সমভূমি খ. মালভূমি
গ. প্রণবভূমি ঘ. পর্বত
৪০. নিচের কোন পর্বতমালা ইউরোপ মহাদেশে অবস্থিত?
ক. আল্পস খ. আন্দিজ
গ. রকি ঘ. হিমালয়
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩১.খ ৩২.খ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.খ ৩৬.গ ৩৭.খ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা