ইসলাম ও নৈতিক শিক্ষা - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৩১. মানুষের মৌলিক অধিকার কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩২. পারিশ্রমিকের বিনিময়ে অন্যের কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা কী?

ক. অভদ্রতা খ. ঘৃণার

গ. সঠিক ঘ. লজ্জার

৩৩. শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায়, সে জন্য কী করা উচিত?

ক. শ্রম আইন খ. মজুরি নির্ধারণ

গ. কারখানার নিরাপত্তা ঘ. মালিকের ওপর চাপ প্রয়োগ

৩৪. মহানবি (সা.) একজন অধীন কর্মচারীকে কতবার ক্ষমা করার কথা বলেছেন?

ক. ৫ বার খ. ২৭ বার

গ. ৭০ বার ঘ. ৮০ বার

৩৫. ‘শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’—কথাটি কোন হাদিস গ্রন্থ থেকে সংকলিত?

ক. বুখারি খ. মুসলিম

গ. তিরমিজি ঘ. ইবনে মাজাহ

৩৬. মনিব কোনো কাজে নিয়োগের আগে শ্রমিকের কোন বিষয়টি খেয়াল করবেন?

ক. সামাজিক মর্যাদা

খ. শক্তি ও সামর্থ্য

গ. বংশপরিচয়

ঘ. শিক্ষাগত যোগ্যতা

৩৭. কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানা বা বোঝাকে কী বলে?

ক. ইলম খ. সিলম

গ. তাজকিয়া ঘ. হিকমাহ

৩৮. শিক্ষার সঙ্গে অপরিহার্য বিষয় কোনটি?

ক. নৈতিকতা খ. একাগ্রতা

গ. আন্তরিকতা ঘ. অধ্যবসায়

৩৯. ইসলাম শিক্ষার সঙ্গে কোনটির সমন্বয় থাকতে হবে?

ক. বিশ্বাসের খ. সংযমের

গ. নৈতিকতার ঘ. জাকাতের

৪০. আল্লাহ তায়ালা জিহাদের নির্দেশ দিয়েছেন কেন?

ক. শান্তির জন্য

খ. সমৃদ্ধির জন্য

গ. দেশ জয়ের জন্য

ঘ. অধিকার লাভের জন্য

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ক ৩৮.ক ৩৯.গ ৪০.ক

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা