সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
২১. কোন দেশের বেশির ভাগ মানুষ মুসলমান?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. নেপাল ঘ. ভুটান
২২. বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে, কারণ—
i. বাঙালি সংকর জাতি
ii. এ দেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ
iii. বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. বাংলাদেশের মানুষের প্রধান ভাষা কোনটি?
ক. আরবি খ. হিন্দি
গ. ইংরেজি ঘ. বাংলা
২৪. অর্পা বৈশাখী পূর্ণিমায় অনেক মজা করেছে। এ অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে সম্পৃক্ত?
ক. ইসলাম ধর্ম খ. হিন্দুধর্ম
গ. বৌদ্ধধর্ম ঘ. খ্রিষ্টধর্ম
২৫. ধর্ম মানুষের যেসব ক্ষেত্রে বড় ভূমিকা রাখে—
i. ব্যক্তিজীবনে
ii. সমাজজীবনে
iii. রাষ্ট্রীয় জীবনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i, ii ও iii ঘ. i ও iii
২৬. বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে উদ্যাপন করে—
i. নবান্ন উৎসব
ii. রথযাত্রা
iii. বৈশাখী মেলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i, ii ও iii ঘ. i ও iii
২৭. চারুকলার চর্চার মধ্যে রয়েছে—
i. মূর্তি তৈরি ও এর সাজসজ্জা
ii. পাট নির্মাণ
iii. হোমযজ্ঞ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. i, ii ও iii ঘ. i ও iii
২৮. বাংলা ভাষায় যেসব ভাষার মিশ্রণ রয়েছে—
i. আরবি
ii. সংস্কৃতি
iii. আর্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. গ্রামীণ জীবনে সামাজিক বন্ধন অটুট হওয়ার কারণ কী?
ক. গ্রামের মানুষ সহজ–সরল
খ. লেখাপড়া কম জানে
গ. বেশির ভাগ কৃষিজীবী
ঘ. বিভিন্ন অনুষ্ঠানে একত্র হয়
৩০. কারা যার যার পেশা নিয়ে ব্যস্ত থাকে?
ক. গ্রামের মানুষ খ. শহরের মানুষ
গ. ধনী মানুষ ঘ. গরিব মানুষ
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.ক ২২.ঘ ২৩.ঘ ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.ক ২৮.ঘ ২৯.ঘ ৩০.খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা