সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | নতুন দেশ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

নতুন দেশ

১. জলের ধারে কী দাঁড়িয়ে আছে?

ক. নতুন নগর খ. পাহাড়চূড়া

গ. নারকেল বন ঘ. নতুন পশু

২. শিশুরা জলের ঢেউয়ে কাকে নাচতে দেখে?

ক. পাখি খ. শাপলা

গ. নৌকা ঘ. জাহাজ

৩. নৌকা বাঁধা আছে কোথায়?

ক. পাহাড়ের চূড়ায়

খ. সমুদ্রের পাড়ে

গ. বনের মাঝে

ঘ. নদীর ঘাটে

৪. নৌকা কিসের টানে চলে?

ক. নোঙরের টানে খ. ভাটার টানে

গ. জোয়ারের টানে ঘ. স্রোতের টানে

৫. ভাটার টানে নৌকা কোথায় গেছে?

ক. সমুদ্রে খ. অন্য গ্রামে

গ. নদীর ওপারে ঘ. মাঝ নদীতে

৬. নতুন নগর কোথায়?

ক. নদীর পাড়ে খ. পাহাড়ের ওপরে

গ. পাশের গ্রামে ঘ. সাগর পাড়ে

৭. শিশুর কল্পনায় নৌকায় করে মানুষ কোথায় যায়?

ক. পাহাড়ে খ. নতুন দেশে

গ. গঞ্জে ঘ. হাটে

৮. নীল আকাশের মাঝে কী সাজে?

ক. পাহাড়চূড়া খ. রংধনু

গ. সাদা মেঘ ঘ. পাখির ঝাঁক

৯. কেউ কী পারে না?

ক. বনের ফুল সংগ্রহ করতে

খ. বরফ ভেঙে ডিঙিয়ে যেতে

গ. নৌকা বাইতে

ঘ. সাগর পাড়ি দিতে

১০. নতুন পশু কোথায় দলে দলে ঘোরে?

ক. দ্বীপে খ. বনে

গ. নগরে ঘ. পাহাড়ে

সঠিক উত্তর

নতুন দেশ: ১.গ ২.গ ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.খ ৮.ক ৯.খ ১০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা