পঞ্চম শ্রেণি - বাংলা | ক্রিয়াপদের চলিত রূপ (৭১-৮০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ক্রিয়াপদের চলিত রূপ

৭১. প্রশ্ন: মামা বলিলেন, এটা শখের হাঁড়ি।

উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি।

৭২. প্রশ্ন: বালকেরা মাঠে খেলিতেছে।

উত্তর: বালকেরা মাঠে খেলছে।

৭৩. প্রশ্ন: গ্রামে পাখির কিচিরমিচির ডাক শুনিয়া সকালে ঘুম ভাঙে।

উত্তর: গ্রামে পাখির কিচিরমিচির ডাক শুনে সকালে ঘুম ভাঙে।

৭৪. প্রশ্ন: এত রাতে চেঁচামেচি করিও না।

উত্তর: এত রাতে চেঁচামেচি করো না।

৭৫. প্রশ্ন: তানিমকে ডাকিয়া আনো।

উত্তর: তানিমকে ডেকে আনো।

আরও পড়ুন

৭৬. প্রশ্ন: শব্দদূষণে আমাদের শ্রবণশক্তি কমিয়া যায়।

উত্তর: শব্দদূষণে আমাদের শ্রবণশক্তি কমে যায়।

৭৭. প্রশ্ন: গাছের ডালের আড়ালে পাখি ডাকিতেছে।

উত্তর: গাছের ডালের আড়ালে পাখি ডাকছে।

৭৮. প্রশ্ন: নীলিমা গান গাইতেছে।

উত্তর: নীলিমা গান গাইছে।

৭৯. প্রশ্ন: আমরা বুদ্ধিজীবীদের চিরদিন স্মরণ করিব।

উত্তর: আমরা বুদ্ধিজীবীদের চিরদিন স্মরণ করব।

৮০. প্রশ্ন: বুদ্ধিজীবীরা দেশের জন্য ত্যাগের মহান আদর্শ স্থাপন করিয়া গিয়াছেন।

উত্তর: বুদ্ধিজীবীরা দেশের জন্য ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন