যুক্তিবিদ্যা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১১. অনুমান হয়—

i. মানসিক প্রক্রিয়া

ii. শ্রেণীকরণ প্রক্রিয়া

iii. শারীরিক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. জ্ঞানের প্রধান উৎস কী?

ক. অনুমান খ. প্রত্যক্ষণ

গ. চিন্তা ঘ. পরীক্ষণ

১৩. অনুমানে প্রদত্ত বাক্যগুলোকে কী বলে?

ক. যুক্তিবাক্য খ. প্রধান আশ্রয় বাক্য

গ. অপ্রধান আশ্রয় বাক্য ঘ. সিদ্ধান্ত

১৪. যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কোনটি?

ক. চিন্তা খ. অনুমান

গ. কল্পনা ঘ. সংবেদন/আবেগ

১৫. অনুমান হচ্ছে একটি—

i. রূপগত প্রক্রিয়া

ii. মানসিক প্রক্রিয়া

iii. কাল্পনিক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. অনুমানের ভাষাগত রূপ কী?

ক. পদ খ. যুক্তিবাক্য

গ. যুক্তি ঘ. সহানুমান

১৭. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে—

i. কম ব্যাপক

ii. সমব্যাপক

iii. বেশি ব্যাপক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. আরোহ অনুমানের সিদ্ধান্ত কোন ধরনের?

ক. বিশেষ যুক্তিবাক্য খ. বিশিষ্ট যুক্তিবাক্য

গ. সার্বিক যুক্তিবাক্য ঘ. সদ্বর্থক যুক্তিবাক্য

১৯. অনুমান প্রধানত কয় প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

২০. ‘আরোহ হচ্ছে একটি ঊর্ধ্বগমন পদ্ধতি এবং অবরোহ হচ্ছে একটি নিম্নগমন পদ্ধতি।’ —এ বক্তব্যটি কার?

ক. যুক্তিবিদ বেকন খ. যুক্তিবিদ ফাউলার

গ. যুক্তিবিদ বাকলি ঘ. যুক্তিবিদ জেভন্স

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.ক

এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা