দ্বিরুক্ত শব্দ
১. দ্বিরুক্ত অর্থ কী?
ক. দুইবার উক্ত খ. দুইবার ব্যাপ্ত
গ. অনুক্ত শব্দ ঘ. জোড়া শব্দ
২. দ্বিরুক্তির আরেক নাম কী?
ক. দ্বিতীয় উক্তি খ. অনুক্ত শব্দ
গ. শব্দ দ্বৈত ঘ. শব্দযুগল
৩. দ্বিরুক্ত শব্দ কয় প্রকারের?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪. পদের দ্বিরুক্তি কয় প্রকারে সাধিত হয়?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৫. ‘রাশি রাশি ধান’ কোন অর্থে দ্বিরুক্তি?
ক. আধিক্য অর্থে খ. সামান্য অর্থে
গ. তীব্রতা অর্থে ঘ. ধারাবাহিক অর্থে
৬. ‘রাশি’ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
ক. সামান্য খ. আধিক্য
গ. শূন্য ঘ. আতিশয্য
৭. কোনটিতে ক্রিয়াপদের দ্বিরুক্তি ঘটেছে?
ক. কাকে কাকে খ. যার যার
গ. কেমন কেমন ঘ. হেসে হেসে
৮. ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’—এ বাক্যে ‘টাপুরটুপুর’ কোন পদ?
ক. বিশেষ্য খ. অব্যয়
গ. ক্রিয়া ঘ. সর্বনাম
৯. ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’—কী অর্থে দ্বিরুক্তি?
ক. ধারাবহিকতা খ. ধ্বনির ব্যঞ্জনা
গ. বিশেষণ ঘ. অনুভূতি
১০. কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্তি শব্দ?
ক. জন্ম-মৃত্যু খ. বনজঙ্গল
গ. হাতাহাতি ঘ. ডাল-ভাত
সঠিক উত্তর
দ্বিরুক্ত শব্দ: ১.ক ২.গ ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা