বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অষ্টম শ্রেণি
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৫
২১. দৈনন্দিন জীবনে নানা সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার কোনটি?
ক. ই-বুক খ. তথ্য
গ. প্রযুক্তি ঘ. ইয়াহু
২২. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
ক. পিপীলিকা খ. গুগল
গ. ইয়াহু ঘ. বিং
২৩. পিপীলিকায় তথ্য থাকে কোন ভাষায়?
ক. ইংরেজিতে খ. বাংলায়
গ. ফারসিতে ঘ. চীনা ভাষায়
২৪. ওলফ্রামআলফা ওয়েবসাইটে কী কাজ করার ব্যবস্থা রয়েছে?
ক. গণনার
খ. বিনোদনের
গ. সমস্যা সমাধানের
ঘ. অর্থনীতির
২৫. কোন ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা প্রায় সব বিষয়েই প্রয়োজনীয় তথ্য পেতে পারে?
ক. ই-বুক খ. ওলফ্রামআলফা
গ. খান একাডেমি ঘ. ই-টেক্সট
২৬. একটি ই-মেইলের কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২৭. ই-মেইলের পূর্ণনাম কোনটি?
ক. ইলেকট্রনিক মেইল
খ. ইলেকট্রন মেইল
গ. ইলেকট্রিক মেইল
ঘ. ইলেকট্রিক্যাল মেইল
২৮. ইয়াহুতে ই-মেইল অ্যাকাউন্ট খুলতে কয়টি ধাপ পার হতে হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২৯. যাঁদের ই-মেইল ঠিকানা আছে, তাঁদের প্রত্যেকের কী আছে?
ক. সম্পদ খ. টাকা
গ. বক্স ঘ. ই-মেইল বক্স
৩০. নিচের কোনটি ই-মেইল সেবা প্রদান করে?
ক. মাই সার্চ খ. ইয়াহু মেইল সার্ভিস
গ. ওডেক্স ঘ. ওলফ্রাম আলফা
সঠিক উত্তর
অধ্যায় ৫: ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.ক ২৮.গ ২৯.ঘ ৩০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা