মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

দশম শ্রেণির পড়াশোনা

লেখা:
মো. আবুল হাছান
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৪: ০১

অধ্যায় ২ 

৬১. বঙ্গবন্ধু সরকারের সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল?

ক. ১১ মাস খ. ১২ মাস

গ. ১০ মাস ঘ. ১৮ মাস

৬২. চরমপত্র কী?

ক. একটি সংবাদপত্র

খ. একধরনের আন্দোলন

গ. ভাষা আন্দোলনের জনপ্রিয় অনুষ্ঠান

ঘ. মুক্তিযুদ্ধের সময়কার বেতারের একটি জনপ্রিয় অনুষ্ঠান

৬৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ‘মূল নিয়ামক শক্তি’ ছিল কারা?

ক. গেরিলা বাহিনী

খ. সাধারণ জনগণ

গ. সুশৃঙ্খল সেনাবাহিনী

ঘ. মিত্রবাহিনী

৬৪. বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?

ক. ভুটান খ. নেপাল

গ. ভারত ঘ. ইরান

৬৫. ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’—এ স্লোগান শরীরে লিখে মিছিলে অংশগ্রহণ করেছিলেন কে?

ক. নূর হোসেন

খ. নূর মোহাম্মদ

গ. মেনন হোসেন

ঘ. ইশতিয়াক আহমেদ

৬৬. বাংলাদেশে কীভাবে গণতন্ত্রের পথযাত্রা শুরু হয়?

ক. ১৯৭০ সালের নির্বাচনের মাধ্যমে

খ. এরশাদের পতনের মাধ্যমে

গ. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালু করে

ঘ. সংসদে নারী আসন বৃদ্ধি করে

৬৭. মুজিবনগর সরকার গঠনের প্রধান উদ্দেশ্য ছিল—

i. বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি করা

ii. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন বাহিনী গঠন

iii. রাজনৈতিক নেতৃত্ব ও দল গঠন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. মুক্তিযুদ্ধে আমাদের নারীরা—

i. পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়েছিল

ii. সংগ্রাম পরিষদ গঠন করেছিল

iii. স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেনি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মুক্তিযুদ্ধবিষয়ক আন্তর্জাতিক এক সেমিনারে একজন বক্তা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক দেশ সহযোগিতা করেছিল। একটি দেশ শরণার্থীদের আশ্রয় ও যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল।

৬৯. উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে?

ক. ভারত খ. চীন

গ. রাশিয়া ঘ. যুক্তরাষ্ট্র

৭০. দেশটির সহযোগিতার ফল হলো—

i. স্বাধীনতা অর্জন

ii. নিজেদের স্বার্থ লাভ

iii. পাকিস্তানি বাহিনীর উচ্ছেদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.গ ৬২.ঘ ৬৩.খ ৬৪.গ ৬৫.ক ৬৬.খ ৬৭.ক ৬৮.খ ৬৯.ক ৭০.গ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • দশম শ্রেণি
  • শিক্ষা
  • পড়াশোনা
  • উচ্চ মাধ্যমিক শিক্ষা
মন্তব্য করুন