হিসাববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৭১. কোনটি হিসাবের ‘চলমান জের ছক’ এর বৈশিষ্ট্য—

i. ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত

ii. তারিখের কলাম শুধু একটি

iii. প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর জের নির্ণয় করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭২. কোন বইকে ‘জমা-খরচের বই’ বলা হয়?

ক. বিক্রয় বই খ. পাস বই

গ. নগদান বই ঘ. ক্রয় বই

৭৩. হিসাববিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি?

ক. রেওয়ামিল খ. খতিয়ান

গ. জাবেদা ঘ. নগদান বই

৭৪. জাবেদা খতিয়ানের সহায়ক বই হিসেবে কাজ করে বিধায়—

i. খতিয়ান প্রস্তুত সহজ হয়

ii. খতিয়ানের প্রয়োজন হয় না

iii. খতিয়ান পরিচ্ছন্ন ও নির্ভুল হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৫. কাগজ, কলম ও আলপিন ইত্যাদি ক্রয়ের জন্য কোন হিসাব ডেবিট হবে?

ক. ক্রয় হিসাব

খ. কাগজ, কলম ও আলপিন হিসাব

গ. মনিহারি হিসাব

ঘ. অফিস সরঞ্জাম হিসাব

৭৬. কোন দলিলের ভিত্তিতে ব্যয় বা খরচগুলো নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখা হয়?

ক. ডেবিট ভাউচার

খ. ক্রেডিট ভাউচার

গ. ডেবিট নোট

ঘ. ক্রেডিট নোট

৭৭. ১৫% ভ্যাটসহ যন্ত্রপাতি ক্রয় ১০,০০০ টাকা, এর জন্য ডেবিট করতে হবে কোনটি?

ক. ক্রয় হিসাব খ. যন্ত্রপাতি হিসাব

গ. নগদান হিসাব ঘ. ভ্যাট চলতি হিসাব

নিচের উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মণি ট্রেডার্স ২০১৩ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় ক্রয় করে। এক সপ্তাহ পর উক্ত মালের মূল্যের অর্ধেক ১০% বাট্টায় পরিশোধ করে।

৭৮. মণি ট্রেডার্সের বাট্টার পরিমাণ কত?

ক. ৪,৫০০ টাকা খ. ৯,৫০০ টাকা

গ. ১০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা

৭৯. মূল্য পরিশোধের পর দায় কত টাকা?

ক. ৪০,০০০ টাকা খ. ৪০,৫০০ টাকা

গ. ৪২,০০০ টাকা ঘ. ৪৫,০০০ টাকা

৮০. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে জাবেদা দাখিলা হবে—

i. নগদান হিসাব ডেবিট

ii. উত্তোলন হিসাব ডেবিট

iii. ব্যাংক হিসাব ক্রেডিট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৭১.গ ৭২.গ ৭৩.গ ৭৪.খ ৭৫.গ ৭৬.ক ৭৭.খ ৭৮.ক ৭৯.ঘ ৮০.গ

মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা