অধ্যায় ৪
১১. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. বর্ণহীন গ. গন্ধহীন
গ. হালকা ধরনের ঘ. রঙিন ও গন্ধযুক্ত
১২. নিচের কোনটি প্রাণিপরাগী ফুল?
ক. জবা খ. শিমুল
গ. ধান ঘ. কচুরিপানা
১৩. পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
ক. ফলে খ. গর্ভমুণ্ডে
গ. পরাগধানীতে ঘ. ফুলের পাপড়িতে
১৪. ফুলের সবচেয়ে বাইরের স্তবককে কী বলে?
ক. পাঁপড়ি খ. বৃতি
গ. বৃন্ত ঘ. দল
১৫. ফুলের কুঁড়িকে রোদ বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে কোনটি?
ক. বৃতি খ. দলমণ্ডল
গ. বৃত্ত ঘ. পাঁপড়ি
১৬. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো—
i. ফুল বড় হয়
ii. ফুল মধুগ্রন্থিহীন
iii. গর্ভমুণ্ড আঠালো হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. নিষিক্তকরণের পূর্বশর্ত কী?
ক. পরাগায়ন খ. পরাগনালি সৃষ্টি
গ. জননকোষ সৃষ্টি ঘ. গর্ভাশয়
১৮. একটি ফুলের চতুর্থ স্তবক কোনটি?
ক. স্ত্রীস্তবক খ. বৃত্তি
গ. দল ঘ. পুষ্প
১৯. কৃত্রিম অঙ্গজ প্রজননের সঙ্গে সম্পর্কিত—
i. কন্দ ii. কলম
iii. শাখা কলম
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. স্বপরাগায়নের সুবিধা কোনটি?
ক. নতুন চরিত্রের সংমিশ্রণ হয়
খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
গ. নতুন প্রকরণ সৃষ্টি হয়
ঘ. বীজ অধিক জীবনীশক্তিসম্পন্ন হয়
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.খ
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা