বাংলা - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. কথা বলার সময়ে কি আমরা একটানা কথা বলি?

উত্তর: না, একটানা কথা বলি না।

খ. একনাগাড়ে না বলে থেমে থেমে কথা বলি কেন?

উত্তর: কথা সঠিকভাবে বোঝানোর জন্য।

গ. সব কথা কি আমরা একই সুরে বলি?

উত্তর: না, একই সুরে বলি না।

আরও পড়ুন

ঘ. লেখার সময়ে দাঁড়ি, কমা, প্রশ্নচিহ্ন ইত্যাদির প্রয়োজন হয় কেন?

উত্তর: লেখার সময়ে মনের ভাব যাতে অর্থ অনুযায়ী সঠিকভাবে প্রকাশ পায়।

ঙ. দাঁড়ি, কমা, প্রশ্নচিহ্ন ইত্যাদি চিহ্ন কী নামে পরিচিত?

উত্তর: যতিচিহ্ন।

চ. দাঁড়ি, কমা, প্রশ্নচিহ্নের মতো আর কী কী চিহ্ন তুমি চেনো?

উত্তর: কোলন, ড্যাশ, হাইফেন ইত্যাদি।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন