ভাষা
১১. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উদ্ভবকাল কত সালে?
ক. ৬৫০ খ. ৭৫০
গ. ৯৫০ ঘ. ৯৮০
১২. সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত?
ক. সহজবোধ্য খ. অপরিবর্তনীয়
গ. কৃত্রিমতাবর্জিত ঘ. সংক্ষিপ্ত
১৩. সাধু ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
ক. অব্যয় ও ক্রিয়া পদে
খ. সর্বনাম ও বিশেষ্য পদে
গ. ক্রিয়া ও সর্বনাম পদে
ঘ. ক্রিয়া পদ ও অব্যয় পদে
১৪. সাধু ও চলিতরীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?
ক. লেখ্য খ. কথ্য
গ. আঞ্চলিক ঘ. উপভাষা
১৫. ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য দেখা যায়, তাকে কী বলে?
ক. উপভাষা খ. সাধু ভাষা
গ. চলিত ভাষা ঘ. লেখ্য ভাষা
১৬. বাংলা ভাষায় চলিতরীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত
ঘ. কাঠামো অপরিবর্তনীয়
১৭. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অধিক উপযোগী?
ক. চলিত ভাষা খ. সাধু ভাষা
গ. কথ্য ভাষা ঘ. সব কটিই
১৮. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. তৎসম খ. বিদেশি
গ. দেশি ঘ. তদ্ভব
১৯. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভব কাল কত সালে?
ক. ৬৪০ খ. ৬৪৫
গ. ৬৫০ ঘ. ৭৫০
২০. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কত শতকে?
ক. সপ্তম খ. অষ্টম
গ. একাদশ ঘ. দ্বাদশ
সঠিক উত্তর
ভাষা: ১১.গ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.ক ১৯.গ ২০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা