দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৩১. ঢাকার দ্রাঘিমা ৯০ ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা ৪৫ ডিগ্রি পূর্ব। উভয় স্থানের সময়ের ব্যবধান কত?

ক. ৬ ঘণ্টা খ. ৫ ঘণ্টা

গ. ৪ ঘণ্টা ঘ. ৩ ঘণ্টা

৩২. কোনটি গুণগত মানচিত্রের অন্তর্গত?

ক. বায়ুর উত্তাপ

খ. বৃষ্টিপাতের পরিমাণ

গ. শিল্প উত্পাদন

ঘ. স্থানীয় বৈচিত্র্যসূচক

৩৩. GPS-এর পূর্ণরূপ কী?

ক. General Post System

খ. General Positioning System

গ. Global Post System

ঘ. Global Positioning System

৩৪. পৃথিবীর স্থানিক তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী?

ক. জিপিএস খ. জিআইএস

গ. সেক্সট্যান্ট ঘ. রেইনগেজ

৩৫. জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়?

ক. ১৯৬৪ খ. ১৯৮০

গ. ১৯৮৮ ঘ. ২০০৬

আরও পড়ুন

৩৬. মানচিত্রে দিক দেখানো না থাকলে কোন দিককে উত্তর দিক ধরা হবে?

ক. ডান দিক খ. বাম দিক

গ. উপরের দিক ঘ. নিচের দিক

৩৭. কাজের ওপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৩৮. ভূ-চিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?

ক. কেরোগ্রাফিক্যাল

খ. টপোগ্রাফিক

গ. ক্যাডাস্ট্রল

ঘ. দেওয়াল

৩৯. প্রথম কোন দেশের লোকজন মানচিত্র তৈরি করেন?

ক. ইংল্যান্ড খ. যুক্তরাষ্ট্র

গ. ভারত ঘ. মিসর

৪০. ৬০ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত ঘণ্টা হবে?

ক. ৩ ঘণ্টা খ. ৪ ঘণ্টা

গ. ৫ ঘণ্টা ঘ. ৬ ঘণ্টা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১. ঘ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. খ ৩৬. গ ৩৭. ক ৩৮. ক ৩৯. ঘ ৪০. খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন