ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | আসমানি : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

আসমানি

১১. আসমানির মুখের মিষ্টি হাসি হারিয়ে গেছে কেন?

ক. বাবার শাসনের ভয়ে

খ. চরম দারিদ্রে৵র কারণে

গ. বাড়িটি নড়বড়ে হয়ে পড়ায়

ঘ. নতুন জামা পায়নি বলে

১২. আসমানির বেশ-ভূষা কেমন?

ক. অত্যন্ত দামি খ. চলনসই

গ. সামান্য পুরাতন ঘ. শতচ্ছিন্ন

১৩. আসমানির দুচোখ কিসে ভরা?

ক. কৌতুকে খ. হাসিতে

গ. বিষাদে ঘ. হিংসায়

১৪. আসমানির অসুখের ভালো চিকিৎসা হয় না কেন?

ক. টাকার অভাবে

খ. গ্রামে ভালো ডাক্তার নেই বলে

গ. কুসংস্কারে বিশ্বাসের কারণে

ঘ. অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে

১৫. পরানের ঘরের চাল খড় দিয়ে ছাওয়া—কোন কবিতায় এমন চিত্র দেখা যায়?

ক. জন্মভূমি খ. মানুষ জাতি

গ. বাঁচতে দাও ঘ. আসমানি

১৬. আসমানির বাড়ির পুকুরের পরিবেশের কারণে তার পরিবার কোন রোগটিতে সহজেই আক্রান্ত হতে পারে?

ক. হৃদ্​রোগ খ. ডায়রিয়া

গ. ক্যানসার ঘ. পোলিও

১৭. আসমানির শারীরিক ও মানসিক অবস্থা আমাদের মনে কোন অনুভূতির জাগরণ ঘটায়?

ক. সাহসিকতায় খ. সমবেদনা

গ. আনন্দ ঘ. হতাশা

১৮. দারুণ অভাব এসে আসমানির কী নিভিয়ে দিয়েছে?

ক. জীবন-প্রদীপ

খ. হাসির প্রদীপ-রাশি

গ. মাটির প্রদীপ

ঘ. সন্ধ্যার প্রদীপ-রাশি

১৯. আসমানির চোখ দুটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?

ক. পটোলের খ. প্রজাপতির

গ. ভ্রমরের ঘ. শিশিরের

২০. কবিতায় বর্ণিত আসমানির চোখ দুটিতে কী নেই বলে উল্লেখ করা হয়েছে?

ক. কান্নার জল খ. আনন্দ-উচ্ছ্বাস

গ. কষ্টের ছাপ ঘ. কৌতুক-হাসি

সঠিক উত্তর

আসমানি: ১১.খ ১২.ঘ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.গ ২০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)