সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১১. কত সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়?

ক. ১৯৫২ সালে খ. ১৯৪৬ সালে

গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৬৬ সালে

১২. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি কে শহিদ হয়েছিলেন?

ক. শফিউর খ. বরকত

গ. রফিক ঘ. সালাম

১৩. ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার তৈরি হয় কত সালে?

ক. ১৯৪৮ সালে খ. ১৯৬৩ সালে

গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৬৯ সালে

১৪. সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি অর্জন করে কত সালে?

ক. ১৯৫৩ সালে খ. ১৯৫৪ সালে

গ. ১৯৫৫ সালে ঘ. ১৯৫৬ সালে

১৫. ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে কত সালে?

ক. ১৯৯৩ সালে খ. ১৯৯৬ সালে

গ. ১৯৯৯ সালে ঘ. ২০০১ সালে

১৬. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?

ক. ইউনিসেফ খ. ইউনেসকো

গ. ইউএনডিপি ঘ. ইউনিফোম

১৭. ১৯৫২ সালের কত তারিখে শহিদ মিনার তৈরি করা হয়?

ক. ২১ ফেব্রুয়ারি খ. ২২ ফেব্রুয়ারি

গ. ২৩ ফেব্রুয়ারি ঘ. ২৩ মার্চ

১৮. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৪৮ সালের মার্চ মাসের কত তারিখে সাধারণ ধর্মঘট পালিত হয়?

ক. ২ মার্চ খ. ৯ মার্চ

গ. ১১ মার্চ ঘ. ২০ মার্চ

১৯. ভাষা আন্দোলনের ফলে—

i. ভাষার স্বীকৃতি লাভ হয়

ii. গৃহযুদ্ধ শুরু হয়

iii. বাঙালি জাতীয়তাবোধ সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২০. ১৯৫৪ সালের আইন পরিষদের নির্বাচনে মোট কয়টি দল অংশগ্রহণ করে?

ক. ১৪ খ. ১৫

গ. ১৬ ঘ. ১৭

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.গ ১৯.গ ২০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)