বিজ্ঞান - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ৩

এবার দেখে নাও পাঠভিত্তিক আলোচনা।

সালোকসংশ্লেষণ

যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই–অক্সাইড ও পানি ব্যবহার 

করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে, তাকে সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে।

উদ্ভিদের যেসব অঙ্গে ক্লোরোফিল থাকে, সেসব অঙ্গে সালোকসংশ্লেষণ ঘটে। যেমন সবুজ পাতা, কচি সবুজ কাণ্ড, ফুলের সবুজ বৃত্তি ও বৃন্ত, ফলের সবুজ ত্বক ইত্যাদি। তবে পাতাতেই সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে।

নিউক্লিয়াস

নিউক্লিয়াস সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয় এবং কোষের কেন্দ্রের কাছাকাছি অবস্থান করে। নিউক্লিয়াস একটি কোষের সব কাজ নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসে ডিএনএ (DNA) থাকে, যেখানে কোষের যাবতীয় কাজের তথ্য সংরক্ষিত থাকে। আমাদের মস্তিষ্কে যেমন সব তথ্য থাকে এবং মস্তিষ্ক দিয়ে আমরা আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক তেমনি নিউক্লিয়াস সব কার্যক্রম ও তথ্যের কেন্দ্র। নিউক্লিয়াসের নিজস্ব আবরণ থাকে, যাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে কোষের সাইটোপ্লাজম থেকে আলাদা রাখে।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা