জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায়–২

৮৯. রুই মাছের হৃৎপিণ্ড থেকে ফুলকায় রক্ত সরবরাহ করে কোনটি?

ক. অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনি

খ. ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনি

গ. ল্যাটেরাল ধমনি

ঘ. পৃষ্ঠীয় ধমনি

৯০. হাইড্রায় কিউটিকল সৃষ্টি হয় কোন কোষের নিঃসৃত রসে?

ক. পেশি আবরণী কোষ

খ. অ্যামিবয়েড কোষ

গ. গ্রন্থি কোষ

ঘ. ইন্টারস্টিশিয়াল কোষ

৯১. কোনটি হাইড্রার দেহে দেখা যায়?

ক. মেসোগ্লিয়া খ. হিমোসিল

গ. স্ক্লেরাইট ঘ. মায়োফাইব্রিল

৯২. ল্যাসিনিয়া কোন উপাঙ্গের অংশ?

ক. ম্যান্ডিবল খ. ল্যাব্রাম

গ. ল্যাবিয়াম ঘ. ম্যাক্সিলা

৯৩. রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের?

ক. হেমোসার্কাল খ. হেটারোসার্কাল

গ. ডিফিসার্কাল ঘ. প্রোটোসার্কাল

৯৪. ম্যাক্সিলারি পাল্পের কাজ কী?

ক. রেচনে সাহায্য করে

খ. খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে

গ. দর্শনে সাহায্য করে

ঘ. শ্বসনে সাহায্য করে

৯৫. কোনটি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না?

ক. নিডোসাইট খ. স্নায়ুকোষ

গ. সংবেদী কোষ ঘ. গ্রন্থিকোষ

৯৬. কোন বিজ্ঞানী প্রথম হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতার কথা উল্লেখ করেন?

ক. ল্যামার্ক খ. হেকেল

গ. ট্রেম্বলে ঘ. ভাইজম্যান

সঠিক উত্তর

অধ্যায়–২: ৮৯.ক ৯০.ক ৯১.ক ৯২.ঘ ৯৩.ক ৯৪.খ ৯৫.ক ৯৬.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা