অর্থনীতি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৪১. কীভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়?

ক. আয়ের মাধ্যমে

খ. সঞ্চয়ের মাধ্যমে

গ. বিনিয়োগের মাধ্যমে

ঘ. মূলধনের মাধ্যমে

৪২. কোন উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে?

ক. ভূমি খ. শ্রম

গ. মূলধন ঘ. সংগঠন

৪৩. সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে কী ধরনের সম্পর্ক?

ক. সঞ্চয় বাড়লে বিনিয়োগ কমে

খ. সঞ্চয় বাড়লে বিনিয়োগ স্থির হয়

গ. সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে

ঘ. সঞ্চয় কমলে বিনিয়োগ বাড়ে

৪৪. ব্যক্তির সঞ্চয় নির্ভর করে—

i. দূরদৃষ্টির ওপর

ii. সুদের হারের ওপর

iii. সামাজিক নিরাপত্তার ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. অর্থনৈতিক কার্যাবলিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

আরও পড়ুন

৪৬. মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা কী?

ক. অর্থ উপার্জন

খ. অভাব পূরণ

গ. সম্পদ আহরণ

ঘ. জীবিকা নির্বাহ

৪৭. বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক দিয়ে কোন খাতটি সবচেয়ে বড়?

ক. শিল্প খাত খ. কৃষি খাত

গ. সেবা খাত ঘ. মৎস্য খাত

৪৮. নিচের কোনটি তৈরিতে কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?

ক. ইউরিয়া সার খ. প্লাস্টিক

গ. বিটুমিন ঘ. সিমেন্ট

৪৯. বাংলাদেশের মোট শ্রমশক্তির প্রায় শতকরা কত ভাগ কৃষিতে নিয়োজিত?

ক. ৩৩ ভাগ খ. ৪১ ভাগ

গ. ৬০ ভাগ ঘ. ৭৫ ভাগ

৫০. অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ—

i. অভাব পূরণ করে

ii. অর্থ উপার্জন করে

iii. জীবনধারণের জন্য ব্যয় করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.গ ৪২.গ ৪৩.গ ৪৪.ঘ ৪৫.ক ৪৬.খ ৪৭.খ ৪৮.ক ৪৯.খ ৫০.ঘ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন