বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) : অধ্যায় ১ | ইসলাম ও নৈতিক শিক্ষা - নবম শ্রেণি

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৪১. ‘আশ-শিফা’ শব্দের অর্থ কী?

ক. উপদেশ খ. নিরাময়

গ. অনুগ্রহ ঘ. সম্মানিত

৪২. ‘আল-মজিদ’ শব্দের অর্থ কী?

ক. নিরাময় খ. সদুপদেশ

গ. সম্মানিত ঘ. উপদেশ

৪৩. মৃত্যুর পরবর্তী জীবনকে কী বলে?

ক. বারজাখ খ. আখিরাত

গ. পুলসিরাত ঘ. কিয়ামত

৪৪. আখিরাতের জীবনের প্রথম স্তর কী?

ক. হাশর খ. কবর

গ. কিয়ামত ঘ. মৃত্যু

৪৫. ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’—এটি কোন সুরার আয়াত?

ক. আল বাকারা খ. আল ইমরান

গ. আল আম্বিয়া ঘ. আন-নাহল

আরও পড়ুন

৪৬. পরকালে মানুষের আমলনামা কখন হাতে দেওয়া হবে?

ক. কবরে খ. মিজানে

গ. হাশরের মাঠে ঘ. পুলসিরাতে

৪৭. কিসে বিশ্বাস করা ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না?

ক. দানশীলতায় খ. আতিথেয়তায়

গ. সিরাতে ঘ. উদারতায়

৪৮. ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে কী দান করবেন?

ক. সুস্বাদু খাদ্য খ. সুস্বাদু ফল

গ. সুস্বাদু পানীয় ঘ. সিলমোহরকৃত পাত্র

৪৯. কোনটি জান্নাতের স্তর?

ক. দারুস সাকার খ. দারুস সাইর

গ. দারুল কারার ঘ. দারুল জাহিম

৫০. জান্নাত পাওয়ার উপায় কী?

ক. ইমান ও চরিত্র

খ. ইমান ও দয়া

গ. ইমান ও সত্কর্ম

ঘ. ইমান ও আচার-আচরণ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.খ ৪২.গ ৪৩.খ ৪৪.ঘ ৪৫.খ ৪৬.গ ৪৭.গ ৪৮.খ ৪৯.গ ৫০.গ

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

আরও পড়ুন