নবম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. ‘প্রাসিঅয়’ জাতির রাজধানী কোথায় ছিল?

ক. পালিবোথরা খ. পাঞ্জাব

গ. কাশ্মীর ঘ. কুচবিহার

২. গুপ্তদের রাজধানী কোথায় ছিল?

ক. ময়নামতি খ. সোনারগাঁ

গ. মহাস্থানগড় ঘ. বরেন্দ্র

৩. গুপ্ত বংশের কোন শাসক সমগ্র বাংলা জয় করেন?

ক. প্রথম চন্দ্রগুপ্ত খ. সমুদ্রগুপ্ত

গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঘ. ত্রৈলোক্য চন্দ্রগুপ্ত

৪. বাংলায় মৌর্য শাসনের কেন্দ্র ছিল কোনটি?

ক. ময়নামতি খ. বড় কামতা

গ. পুন্ড্রনগর ঘ. লালমাই

৫. আলেকজান্ডারের ভারত ত্যাগের কত বছর পর মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

৬. উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় কার সময়ে?

ক. চন্দ্রগুপ্তের খ. অশোকের

গ. ত্রৈলোক্যচন্দ্রের ঘ. নারায়ণচন্দ্রের

৭. কার আমলে উত্তরবঙ্গের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে?

ক. প্রথম চন্দ্রগুপ্তের

খ. সমুদ্রগুপ্তের

গ. দ্বিতীয় চন্দ্রগুপ্তের

ঘ. ত্রৈলোক্যচন্দ্রগুপ্তের

৮. সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমতট কোন ধরনের রাজ্য ছিল?

ক. পূর্ণাঙ্গ খ. বিচ্ছিন্ন

গ. পরাধীন ঘ. করদ

৯. সম্রাট অশোকের রাজত্বকাল কোনটি?

ক. খ্রি.পূ. ২৭৩–২৩২ অব্দ

খ. খ্রি.পূ. ২৬৯–২৩২ অব্দ

গ. খ্রি.পূ. ২৭৫–২৩৪ অব্দ

ঘ. খ্রি.পূ. ২৭৬–২৩৫ অব্দ

১০. কখন গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে?

ক. ষষ্ঠ শতকের প্রথমার্ধে

খ. সপ্তম শতকের প্রথমার্ধে

গ. অষ্টম শতকের মাঝামাঝি

ঘ. নবম শতকের মাঝামাঝি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.গ ৩.খ ৪.গ ৫.গ ৬.ক ৭.ক ৮.ঘ ৯.খ ১০.ক

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়