রাজশাহী জেলা পরিষদের এককালীন শিক্ষাবৃত্তি

রাজশাহী জেলা পরিষদ ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে।

শর্তাবলি

১. ছাত্রছাত্রীকে অবশ্যই রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২২ সালের এসএসসি বা সমমান অথবা ২০২২ সালের এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ–৫ থাকতে হবে।

৩. বীর মুক্তিযোদ্ধাগণের পোষ্য বা প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের সর্বক্ষেত্রে কমপক্ষে জিপিএ–৪ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধার পোষ্য প্রমাণের জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রত্যয়ন, প্রতিবন্ধী প্রমাণের ক্ষেত্রে উপজেলা বা জেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রদত্ত প্রত্যয়নপত্র এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয় প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

৪. বৃত্তির আবেদনপত্রে যেসব কাগজপত্র জমা দিতে হবে:

  • ক. আবেদনকারী ছাত্রছাত্রীর এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র বা মার্কশিট (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত, সে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত)।

  • খ. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত, সে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত)।

অনলাইনে পূরণকৃত বৃত্তি ফর্ম (স্বাক্ষরকৃত) ও অন্যান্য কাগজ-পত্রাদি সংযুক্ত করে আগামী ১৬/০৫/২০২৩ খ্রি. তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, রাজশাহী বরাবর সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ১৬.০৫.২০২৩

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: zprajshahi.gov.bd

আরও পড়ুন