দশম শ্রেণি - হিসাববিজ্ঞান | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১০

২১. বিলম্বিত বিজ্ঞাপন দেখানো হবে—

i. বিশদ আয় বিবরণীতে বিজ্ঞাপন থেকে বাদ দিয়ে

ii. আর্থিক অবস্থার বিবরণী দায়ের দিকে

iii. আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তির দিকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. সাধারণত সঞ্চিতি কুঋণ সঞ্চিতি—

i. একই কথা নয়

ii. দেনাদারের ওপর ধার্য করতে হয়

iii. মুনাফার বিপরীতে চার্জ করতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. সম্পত্তি অবচয়ের কারণ—

i. ব্যবহারজনিত মূল্যহ্রাস

ii. সময় অতিক্রান্ত হওয়া

iii. দুর্ঘটনাজনিত মূল্যহ্রাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. হাসি ট্রেডার্সের খাতায় খুশি ব্রাদার্স হিসাবটির ডেবিটের তুলনায় ক্রেডিটের টাকার পরিমাণ ১৫,০০০ কম। এ পার্থক্য দ্বারা হাসি ট্রেডার্সের টাকার পরিমাণ?

i. সম্পদ বোঝায়

ii. দায় নির্দেশ করে

iii. পাওনা বোঝায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব মকবুল হোসেনের ব্যবসায়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আসবাব ক্রয় ৫০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা, অগ্রিম বিমা সেলামি, ১,০০০ টাকা, বকেয়া বাড়িভাড়া ৫০০ টাকা, দেনাদারের পরিমাণ ছিল ২০,০০০ টাকা।

২৫. জনাব মকবুলের মোট সম্পত্তির পরিমাণ কত?

ক. ৫০,০০০ টাকা খ. ৭০,০০০ টাকা

গ. ৭১,০০০ টাকা ঘ. ৭২,০০০ টাকা

২৬. তার ব্যবসায়ে দায়ের পরিমাণ কত?

ক. ১,৫০০ টাকা খ. ১৫,০০০ টাকা

গ. ১৫,৫০০ টাকা ঘ. ৩৫,০০০ টাকা

উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নিজাম ট্রেডার্সের ৩১ ডিসেম্বর ২০১৭-এর খতিয়ান উদ্বৃত্তগুলো নিচে দেওয়া হলো। ১০% বিনিয়োগ (১-৭-১৭) ২০,০০০ টাকা, বিক্রয় ১,০০,০০০ টাকা ও বিনিয়োগ সুদ ৫০০ টাকা।

২৭. উক্ত তথ্য অনুসারে নিজাম ট্রেডার্সের বিনিয়োগের বকেয়া সুদের পরিমাণ কত?

ক. ৫০০ টাকা খ. ১,০০০ টাকা

গ. ১,৫০০ টাকা ঘ. ২,০০০ টাকা

২৮. নিজাম ট্রেডার্সের প্রত্যক্ষ পরিচালন আয়ের পরিমাণ কত?

ক. ১,০০,০০০ টাকা

খ. ১,০০,৫০০ টাকা

গ. ১,০১,০০০ টাকা

ঘ. ১,০২,০০০ টাকা

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রহিম ট্রেডার্স ১,৫০,০০০ টাকা বিনিয়োগ করে চলতি বছর মোট মুনাফা ৩৭,৫০০ টাকা এবং নিট মুনাফা ২২,৫০০ টাকা অর্জন করে। প্রতিষ্ঠানের মোট চলতি সম্পত্তি ৩০,০০০ টাকা, চলতি দায় ২০,০০০ টাকা এবং মজুত পণ্য ৫,০০০ টাকা রয়েছে।

২৯. রহিম ট্রেডার্সের বিনিয়োজিত মূলধনের ওপর মুনাফার হার কত?

ক. ২৫% খ. ২০%

গ. ১৫% ঘ. ১০%

৩০. রহিম ট্রেডার্সের তারল্য অনুপাত কত হবে?

ক. ২: ১ খ. ১.৫: ১

গ. ১.৭: ১ ঘ. ১.২: ১

সঠিক উত্তর

অধ্যায় ১০: ২১.খ ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.ক ২৯.গ ৩০.ঘ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)