পৌরনীতি ও সুশাসন ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১১. বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে?

ক. ১৯৯৩ সালে

খ. ১৯৯৫ সালে

গ. ১৯৯৯ সালে

ঘ. ২০০১ সালে

১২. ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ —মামলায় কতজনকে আসামি করা হয়?

ক. ৩৪ জন খ. ৩৫ জন

গ. ৩৬ জন ঘ. ৩৭ জন

১৩. ১৯৫২ সালের ভাষা আন্দোলন কিসের বহিঃপ্রকাশ?

ক. জাতীয়তাবাদের চেতনা

খ. সাংস্কৃতিক চেতনা

গ. অধিকার আদায়ের চেতনা

ঘ. বিপ্লবী চেতনা

১৪. কার নেতৃত্বে ভাষা আন্দোলনভিত্তিক সংগঠন ‘তমদ্দুন মজলিস’ গঠিত হয়?

ক. অধ্যাপক আবুল কাশেম

খ. অধ্যাপক ইউসুফ

গ. অধ্যাপক আবুল কালাম আজাদ

ঘ. অধ্যাপক মনিরুজ্জামান

১৫. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?

ক. মুসলিম লীগ খ. যুক্তফ্রন্ট

গ. কমিউনিস্ট পার্টি ঘ. কংগ্রেস

১৬. যুক্তফ্রন্টের ২১ দফার মূল দফা কী ছিল?

ক. পূর্ব পাকিস্তানের স্বাধীনতা

খ. রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন

গ. পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন

ঘ. বাংলাকে রাষ্ট্রভাষা করা

১৭. যুক্তফ্রন্টের ২১ দফায় ‘জমিদারি প্রথা’ সম্পর্কে কী বলা হয়েছিল?

ক. জমিদারি প্রথা উচ্ছেদ

খ. জমিদারি প্রথা চালু

গ. জমিদারি প্রথার সম্প্রসারণ

ঘ. জমিদারি প্রথা হ্রাস

১৮. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি কর্মসূচি কত দফাভিত্তিক ছিল?

ক. ১১ দফা খ. ১৪ দফা

গ. ২১ দফা ঘ. ২৪ দফা

১৯. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে?

ক. ১৬৩টি খ. ১৬৫টি

গ. ১৬৭টি ঘ. ১৬৯টি

২০. পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন?

ক. ইস্কান্দার মির্জা খ. আইয়ুব খান

গ. ইয়াহিয়া খান ঘ. জুলফিকার আলী ভুট্টো

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.গ ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা