গণিত - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. প্রশ্ন: রফিক সাহেব প্রতি মাসে ৪২০ টাকা ব্যাংকে জমা করেন। ১ বছরে তাঁর কত টাকা জমা হবে?

উত্তর: ৫,০৪০ টাকা।

১২. প্রশ্ন: একটি পানির ট্যাংকে মিনিটে ২ লিটার পানি জমা হলে ১০ মিনিটে কত লিটার পানি জমা হবে?

উত্তর: ২০ লিটার।

১৩. প্রশ্ন: ৬,৩০০ টাকাকে সমান ৫ ভাগ করলে প্রতি ভাগে কত টাকা পড়বে?

উত্তর: ১,২৬০ টাকা।

১৪. প্রশ্ন: ২টি চেয়ারের দাম ১,৫০০ টাকা হলে ১টি চেয়ারের দাম কত?

উত্তর: ৭৫০ টাকা।

১৫. প্রশ্ন: পিতার বয়স ৬০ বছর এবং কন্যার বয়স ১৬ বছর। পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত বছর?

উত্তর: ৪৪ বছর।

১৬. প্রশ্ন: কন্যার বয়স ১৬ বছর, পিতার বয়স ৬৪ বছর। পিতার বয়স কন্যার বয়সের কত গুণ?

উত্তর: ৪ গুণ।

১৭. প্রশ্ন: একটি ডিমের দাম ৭ টাকা হলে ১৫টি ডিমের দাম কত?

উত্তর: ১০৫ টাকা।

১৮. প্রশ্ন: ৪টি কলমের দাম ৮০ টাকা হলে ১টি কলমের দাম কত?

উত্তর: ২০ টাকা।

১৯. প্রশ্ন: একটি কারখানায় ৫ দিনে ২,৪৫০টি মোটরসাইকেল তৈরি হলে ১ দিনে কতটি মোটরসাইকেল তৈরি হবে?

উত্তর: ৪৯০টি।

২০. প্রশ্ন: মীনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। ১ মিনিটে সে কত মিটার হাঁটে?

উত্তর: ৫০ মিটার।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা