কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে দুটি প্রোগ্রাম, ক্লাস ময়মনসিংহ শহরে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সামার-২০২৫ সেশন এলএলএম (প্রফেশনাল) ও ব্যাংকিং ল অ্যান্ড করপোরেট পলিসিতে মাস্টার প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। উভয় প্রোগ্রামের ক্লাস শুক্রবার ও শনিবার ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা—
১. এলএলএম (প্রফেশনাল) প্রোগ্রাম: অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি এলএলবি (স্নাতক) অথবা অনুমোদিত আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি (পাস) থাকতে হবে।
২. মাস্টার ইন ব্যাংকিং ল অ্যান্ড করপোরেট পলিসি: অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/সমমান অথবা ডিগ্রি (পাস) থাকতে হবে।
কোর্সের মেয়াদ—
এলএলবি (সম্মান)/ যেকোনো বিষয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীদের জন্য এক বছর মেয়াদি এবং স্নাতক (পাস) ডিগ্রিধারীদের জন্য প্রোগ্রামের মেয়াদ দুই বছর।
আবেদনের নিয়ম—
১. অফিস চলাকালীন সময়ে এক হাজার টাকা সোনালী ব্যাংকের (জাককানইবি) শখায় নির্ধারিত হিসাব নম্বরে জমা দিয়ে অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
২. এ ছাড়া বিকাশ ও নগদ অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
৩. ই-মেইলে আবেদন করার ঠিকানা: llmprofessionaljkkniu@gmail.com
আবেদনের তারিখ—
১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত
২. ভর্তির পরীক্ষার তারিখ: ২ মে ২০২৫
৩. পরীক্ষার স্থান: আইন ও বিচার বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: https://jkkniu.edu.bd/