বাংলাদেশ ও বিশ্বপরিচয় - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

উদ্দীপকটি পড়ে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি গোষ্ঠী ব্রিটেনে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করত। তারা বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন সংস্থায় যোগাযোগ করত।

৭১. উল্লিখিত গোষ্ঠী মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেছিল?

ক. প্রবাসী বাঙালির

খ. পেশাজীবীর

গ. রাজনৈতিক নেতৃবৃন্দের

ঘ. জনসাধারণের

৭২. উক্ত গোষ্ঠী মুক্তিযুদ্ধে নিরলসভাবে কাজ করেছে কেন?

ক. মুক্তিযোদ্ধাদের সাহস জোগাতে

খ. শরণার্থীদের উৎসাহ প্রদান করতে

গ. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে

ঘ. জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করতে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৩ ও ৭৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

‘ক’ দেশের স্বাধীনতাযুদ্ধের সময় একটি সরকার গঠিত হয় এবং জনাব ‘খ’ একটি কমিটি তৈরি করেন। তিনি উক্ত কমিটির অধীনে যুদ্ধটিকে সাফল্যের সঙ্গে পরিচালনা করেন।

৭৩. তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত কোন রাজনৈতিক নেতাটি জনাব ‘খ’–এর মতো?

ক. তাজউদ্দীন আহমদ

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. এম মনসুর আলী

ঘ. এ এইচ এম কামারুজ্জামান

৭৪. উদ্দীপকে উল্লিখিত সরকারটি কী নামে পরিচিতি পায়?

ক. গণতান্ত্রিক সরকার

খ. অনির্বাচিত সরকার

গ. মুজিবনগর সরকার

ঘ. পাকিস্তান সরকার

৭৫. মিত্রবাহিনী কবে বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরে যায়?

ক. ১৯৭২ সালের মার্চে

খ. ১৯৭৩ সালের সেপ্টেম্বরে

গ. ১৯৭৪ সালের সেপ্টেম্বরে

ঘ. ১৯৭৬ সালের ১৪ মে মাসে

৭৬. ৬ দফার আন্দোলন কবে হয়েছিল?

ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৯ সালে

গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে

৭৭. ১১ দফার আন্দোলন কবে হয়েছিল?

ক. ১৯৬৬ সালে

খ. ১৯৬৮ সালে

গ. ১৯৭০ সালে

ঘ. ১৯৭২ সালে

৭৮. বাংলাদেশ কত সালে ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭২ সালে খ. ১৯৭৪ সালে

গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৯০ সালে

৭৯. গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয় কত সালে?

ক. ১৯৬৬ সালে ৫ মে

খ. ১৯৬৯ সালে ১৮ জুন

গ. ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর

ঘ. ১৯৯০ সালে ৬ ডিসেম্বর

৮০. বাংলাদেশে শিক্ষার হার বেড়ে বর্তমানে শতকরা কত হয়েছে?

ক. ৫০ ভাগ খ. ৬৫ ভাগ

গ. ৭৩ ভাগ ঘ. ৮১ ভাগ

সঠিক উত্তর

অধ্যায় ২: ৭১.ক ৭২.গ ৭৩.ক ৭৪.গ ৭৫.ক ৭৬.ক ৭৭.খ ৭৮.ক ৭৯.ঘ ৮০.গ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা