অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | বঙ্গভূমির প্রতি : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

বঙ্গভূমির প্রতি

১. বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন কোন কবি?

ক. মানিক বন্দ্যোপাধ্যায়

খ. প্রেমেন্দ্র মিত্র

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২. বাংলায় প্রথম পত্রকাব্য লেখেন কোন কবি?

ক. জসীমউদ্​দীন

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. মোহিতলাল মজুমদার

ঘ. বুদ্ধদেব বসু

৩. ‘জন্মিলে মরিতে হবে’—এটি কার উক্তি?

ক. চিরন্তন সত্য খ. জ্ঞানীদের উক্তি

গ. মুনি-ঋষিদের কথা ঘ. সাধকদের কথা

৪. ‘স্মৃতিজল’ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. চিরকাল মানুষের স্মৃতিতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা

খ. স্মরণ

গ. স্মৃতিকাতরতা

ঘ. স্মৃতির জল

৫. কখন থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হবার তীব্র বাসনা ছিল?

ক. শৈশব খ. কৈশোর

গ. যৌবন ঘ. বার্ধক্য

৬. ‘মক্ষিকার’ সমার্থক শব্দ কোনটি?

ক. মৌমাছি খ. মাছি

গ. বোলতা ঘ. ফড়িং

৭. নরকুলে ধন্য কে?

ক. ক্ষমতাবান ব্যক্তি খ. দীর্ঘজীবী মানুষ

গ. যিনি কীর্তিমান ঘ. মন্দিরের সেবক

নিচের কবিতাংশ পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ক. ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,

আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।

খ. রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।

৮. কবিতাংশ দুটিতে প্রকাশিত হয়েছে—

i. দৃঢ় বিশ্বাস

ii. সুচিন্তিত সিদ্ধান্ত

iii. গভীর আকুলতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. কবিতাংশ দুটিতে সম্বোধিত ‘মা’ কে?

ক. কবির মা খ. জননী জন্মভূমি

গ. কোনো এক মা ঘ. সব মা

১০. ‘বঙ্গভূমির প্রতি’ কী ধরনের কবিতা?

ক. ব্যঙ্গ কবিতা খ. চতুর্দশপদী কবিতা

গ. গীতিকবিতা ঘ. কাহিনি কবিতা

সঠিক উত্তর

বঙ্গভূমির প্রতি: ১.গ ২.খ ৩.ক ৪.খ ৫.ক ৬.খ ৭.গ ৮.গ ৯.খ ১০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা