সংক্ষেপে জেনে রাখি - সঞ্চয়জাত পর্বত, সবুজগ্রাম, নগরায়ণ, প্রস্বেদন

সঞ্চয়জাত পর্বত

ভূগর্ভের ম্যাগমা েচম্বার থেকে ভূপৃষ্ঠের ওপরে উত্থিত ও পর্যায়ক্রমে সঞ্চিত লাভা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলে। ইতালির স্ট্রম্বলি, ভিসুভিয়াস; হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া এবং জাপানের ফুজিয়ামা আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের উদাহরণ।

সবুজগ্রাম

বনাঞ্চলের মধ্যে বা প্রান্ত ভাগের বনভূমির ওপর নির্ভর করে বনবাসী মানুষেরা ছোট ছোট গ্রাম বা বসতি গড়ে তোলে। বনভূমির খোলা জায়গায় অবস্থিত গ্রামগুলো অর্থাৎ সবুজে ঘেরা গ্রামগুলো ‘সবুজগ্রাম’ নামে পরিচিত। এসব গ্রামের লোকেদের জীবিকা কৃষিকাজ হলেও সহায়ক উপজীবিকা হলো বনভূমি থেকে বনজ সম্পদ সংগ্রহ। উদাহরণ—সুন্দরবন অঞ্চলে বনভূমির পশ্চিম প্রান্তে সবুজগ্রাম দেখা যায়।

নগরায়ন

নগরায়ন শব্দটির দ্বারা নগরবসতির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বোঝানো হয়ে থাকে। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে, যখন পৌর অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ দেশের গড় জনসংখ্যা বৃদ্ধির তুলনায় অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায়, তখন তাকে নগরায়ন হিসেবে ভূষিত করা যায়। আবার জনসংখ্যা ভূগোলে নগরায়ন বলতে একটি নির্দিষ্ট সময়ে মোট জনসংখ্যার সাপেক্ষে নাগরিক সংখ্যার আনুপাতিক বৃদ্ধিকে বোঝানো হয়।

প্রস্বেদন

প্রস্বেদন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পাকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির এই নির্গমনের প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।

আরও পড়ুন