দশম শ্রেণি - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. রাষ্ট্রের মুখপাত্র হিসেবে ‘দেশ পরিচালনা’ করেন কে?

ক. সরকার খ. জনগণ

গ. সুশীল সমাজ ঘ. সেনাবাহিনী

২. কোনটি ‘সার্বভৌম ও সর্বোচ্চ’ ক্ষমতার অধিকারী?

ক. আমলাতন্ত্র

খ. রাষ্ট্র

গ. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী

ঘ. রাজনৈতিক দল

৩. মূলত কাদের দ্বারা একটি দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয়?

ক. সরকার খ. জনগণ

গ. সেনাবাহিনী ঘ. সচিব

৪. কিসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্র ও সরকারের পরিবর্তন হয়?

ক. সময়ের খ. মন্ত্রিসভার

গ. সংবিধানের ঘ. ক্ষমতার

৫. অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কোন দুই ভাগে ভাগ করা হয়েছে?

ক. পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক

খ. রাজতন্ত্র ও প্রজাতন্ত্র

গ. সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত

ঘ. গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক

৬. কোন ধরনের রাষ্ট্রে নাগরিকেরা সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন?

ক. পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক

গ. একনায়কতান্ত্রিক ঘ. সামরিক

৭. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. স্বেচ্ছাচারী খ. পূর্ণাঙ্গ ও স্থায়ী

গ. ত্রুটিপূর্ণ ঘ. সামাজিক

৮. বিরোধী মতপ্রকাশের সুযোগ থাকে না কোন রাষ্ট্রব্যবস্থায়?

ক. পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক

গ. গণতান্ত্রিক ঘ. ধনতান্ত্রিক

৯. কোন শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা সমাজের সব সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে?

ক. সমাজতান্ত্রিক খ. পুঁজিবাদী

গ. স্বৈরতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক

১০. জনগণের মতপ্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে কোন ধরনের রাষ্ট্রে?

ক. পুঁজিবাদী রাষ্ট্রে খ. সমাজতান্ত্রিক রাষ্ট্রে

গ. গণতান্ত্রিক রাষ্ট্রে ঘ. রাজতান্ত্রিক রাষ্ট্রে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.খ ৩.ক ৪.ক ৫.ক ৬.ক ৭.খ ৮.খ ৯.ঘ ১০.গ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা