নবম শ্রেণি - রসায়ন | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. আইসোটোপে পরমাণুর কোন সংখ্যাটি সমান?

ক. ইলেকট্রন খ. প্রোটন

গ. নিউটন ঘ. নিউক্লিয়াস

১২. তেজস্ক্রিয় আইসোটোপের টেকনিশিয়াল–৯৯ এর লাইফটাইম কত ঘণ্টা?

ক. ৪ খ. ৫

গ. ৬ ঘ. ৮

১৩. তেজস্ক্রিয় আইসোটোপ প্রথম কী নিরাময়ে ব্যবহার করা হয়েছিল?

ক. থাইরয়েড ক্যানসার

খ. কোলন ক্যানসার

গ. ক্যানসার

ঘ. স্কিন ক্যানসার

১৪. ব্রেন ক্যানসার নিরাময়ে কোন আইসোটোপটি ব্যবহার হয়?

ক. ইরিডিয়াম খ. অক্সিজেন

গ. পটাশিয়াম ঘ. ইথিলিন

১৫. টিউমারের উপস্থিতি নিরূপণ ও নিরাময়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়?

ক. 60Co খ. 70Pb

গ. 20Zn ঘ. 10S

১৬. রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কী ব্যবহৃত হয়?

ক. 32P ফসফেট খ. 21S সালফেট

গ. পটাশিয়াম ঘ. ইথিলিন

১৭. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে?

ক. ২০০০ খ. ২১০০

গ. ২২০০ ঘ. ২৪০০

১৮. রাশিয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কবে দুর্ঘটনা ঘটেছিল?

ক. ১৯৮০ সালে খ. ১৯৮২ সালে

গ. ১৯৮৬ সালে ঘ. ১৯৮৮ সালে

১৯. কোবাল্টের প্রতীক কোনটি?

ক. Cd খ. Cr

গ. Co ঘ. Ca

২০. সোডিয়ামের প্রতীক কোন ভাষা থেকে এসেছে?

ক. ইংরেজি খ. আরবি

গ. ল্যাটিন ঘ. জার্মানি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.খ ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.গ

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা

আরও পড়ুন