জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ প্রোগ্রাম, আবেদনের সময় বাড়ল ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এমএ ইন ইএলটি এবং এমএ ইন ইংলিশ স্টাডিজ প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্য়ন্ত বাড়ানো হয়েছে।
প্রোগ্রামের বৈশিষ্ট্য
৪৫ থেকে ৬০ ক্রেডিট ঘন্টা
ট্রাইমেস্টার সিস্টেম যা ১৬ থেকে ৬০ মাসব্যপী
আন্তর্জাতিক মানসম্পন্ন ফ্যাকাল্টি
আধুনিক শিক্ষার পরিবেশ
ওয়াইফাই সুবিধা
আপডেটেড সেমিনার লাইব্রেরি
ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম
যাতায়াত সুবিধা
যোগ্যতা
যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি এবং ন্যূনতম সিজিপিএ–২.৫০ থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের বর্ধিত শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর
ভর্তি পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর, সকাল ১০টা থেকে ১১টা
ভর্তি পরীক্ষার ফলাফল: ২৬ সেপ্টেম্বর, দুপুর ২টা
মৌখিক পরীক্ষা, সব কাগজপত্রসহ: ২৬ সেপ্টেম্বর, বেলা ২.৩০ থেকে ৪টা
ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা: ২৬ সেপ্টেম্বর, বিকেল ৫টা
ভর্তি ও কোর্স রেজিস্ট্রশন (মেধা তালিকা): ২৮,২৯ ও ৩০ সেপ্টেম্বর
ভর্তি ও কোর্স রেজিস্ট্রশন (অপেক্ষমাণ তালিকা): ৫ অক্টোবর (বেলা ১২–১টা)
ক্লাস শুরুর তারিখ: ১০অক্টোবর২০২৫