ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

১. কোনটি প্রকৃতির মূল উপাদান?

ক. গ্যাস খ. আলো

গ. বন ঘ. ফসল

২. জনসংখ্যা বৃদ্ধির ফলে—

i. নগরে বস্তি বৃদ্ধি পায়

ii. নদীর পানি দূষিত হয়

iii. কার্বন ডাই–অক্সাইড বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. পরিবেশ ও মানুষের সম্পর্কের মধ্যে পরিবর্তন এসেছে কেন?

ক. সভ্যতার ধারাবাহিক পরিবর্তনে

খ. প্রাকৃতিক বিপর্যয়ের কারণে

গ. সংস্কৃতির বিবর্তনে

ঘ. প্রযুক্তিগত উন্নয়নের ফলে

৪. প্রকৃতির মূল উপাদান কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৫. কোনটি প্রকৃতির মূল উপাদান নয়?

ক. মাটি খ. আলো

গ. বায়ু ঘ. গ্যাস

৬. আলো ও তাপের প্রধান উৎস কোনটি?

ক. চন্দ্র খ. সূর্য

গ. গাছপালা ঘ. পাহাড়–পর্বত

৭. নিচের কোনটি পানি, বায়ু, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে?

ক. শিল্পকারখানা খ. বসতি

গ. ফসলের মাঠ ঘ. গাছপালা

৮. সৃষ্টির শুরুতে মানুষ কোনটির ওপর বেশি নির্ভরশীল ছিল?

ক. গাছপালা

খ. প্রকৃতি

গ. অতিপ্রাকৃতিক শক্তি

ঘ. নিজের ওপর

৯. জীবনধারণের জন্য মানুষ কোনটি থেকে সবকিছু সংগ্রহ করেছে?

ক. গাছপালা খ. প্রকৃতি

গ. নদীনালা ঘ. পশুপাখি

১০. মানুষ কোনটিকে উৎপাদনের প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে?

ক. মাটি খ. পানি

গ. বায়ু ঘ. আলো

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১.গ ২.ঘ ৩.ক ৪.গ ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.ক

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা