সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৫১. রক্তের তরল অংশ কোনটি?

ক. অণুচক্রিকা খ. শ্বেত রক্তকণিকা

গ. রক্তরস ঘ. লোহিত রক্তকণিকা

৫২. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?

ক. লিপিড খ. প্রোটিন

গ. ফাইব্রিনোজেন ঘ. হরমোন

৫৩. লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়?

ক. হৃৎপিণ্ডে খ. ফুসফুসে

গ. অস্থিতে ঘ. অস্থিমজ্জায়

৫৪. লোহিত রক্তকণিকার রঞ্জক পদার্থটির নাম কী?

ক. টায়ালিন খ. হিমোগ্লোবিন

গ. ফাইব্রিনোজেন ঘ. হরমোন

৫৫. অক্সিহিমোগ্লোবিন তৈরি হয় কোথায়?

ক. লোহিত কণিকায় খ. শ্বেত কণিকায়

গ. অণুচক্রিকায় ঘ. রক্তরসে

৫৬. লোহিত রক্তকণিকার আকার কীরূপ?

ক. চাকতির মতো গোল

খ. আংটির মতো গোল

গ. থলের মতো গোল

ঘ. টিউবের মতো গোল

৫৭. দেহে প্রহরীর মতো কাজ করে কোনটি?

ক. লোহিত রক্তকণিকা

খ. শ্বেত রক্তকণিকা

গ. অণুচক্রিকা

ঘ. প্লাটিলেট

৫৮. শ্বেত রক্তকণিকার জন্ম কোথায়?

ক. যকৃৎ ও প্লীহায়

খ. প্লীহা ও অস্থিমজ্জায়

গ. বৃক্ক ও যকৃতে

ঘ. যকৃত ও অস্থিমজ্জায়

৫৯. অণুচক্রিকার আকৃতি কীরূপ?

ক. আংটির মতো খ. থলের মতো

গ. চাকতির মতো ঘ. বৃত্তের মতো

৬০. অণুচক্রিকার উৎপত্তি হয় কোথায়?

ক. যকৃতে

খ. প্লীহায়

গ. লোহিত অস্থিমজ্জায়

ঘ. বৃক্কে

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৫১.গ ৫২.গ ৫৩.ঘ ৫৪.খ ৫৫.ক ৫৬.ক ৫৭.খ ৫৮.খ ৫৯.ঘ ৬০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)