এই দেশ এই মানুষ
বিপরীত শব্দ লেখোঃ
জন্ম, দেশ, আপন, ক্ষুদ্র, জীবন, বন্ধু, সার্থকতা, বাঙালি, বাইরে।
প্রদত্ত শব্দ - বিপরীত শব্দ
জন্ম - মৃত্যু
দেশ - বিদেশ
আপন - পর
ক্ষুদ্র - বৃহৎ
জীবন - মরণ
বন্ধু - শত্রু
সার্থকতা - ব্যর্থতা
বাঙালি - অবাঙালি
বাইরে - ভেতরে
সমার্থক শব্দ লেখোঃ
নদী, আকাশ, পাহাড়, সমুদ্র, মানুষ।
প্রদত্ত শব্দ - সমার্থক শব্দ
নদী - তটিনী, প্রবাহিনী
আকাশ - নভ, গগন
পাহাড় - গিরি, পর্বত
সমুদ্র - সাগর, বারিধি
মানুষ - মানব, লোক
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা