আমরা যখন সাইবার গোয়েন্দা

সাইবার গোয়েন্দা: সাইবার অপরাধ খুঁজে বের করতে যারা কাজ করে, তাদেরকে সাইবার গোয়েন্দা বলে। সাইবার গোয়েন্দাদের কাজ হচ্ছে সাইবার অপরাধ চিহ্নিত করে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে এমন অনেক ব্যবহারকারী থাকে, যারা নানাভাবে মানুষ ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং নিরাপত্তা বিঘ্নিত করছে, তাদেরকে সাইবার গোয়েন্দারা চিহ্নিত করছে।

নমুনা ঘটনা

আরও পড়ুন

সপ্তম শ্রেণির নতুন বই - ইংরেজি | Using Verbs Easily - ‍Adverb গুলোর অর্থ শিখে ফেলো (পর্ব - ৪)

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন

সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - ‘কত কাল ধরে’ - সংক্ষেপে উত্তর দাও(১ - ৫)