অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ঘরে ঘরে দুর্গ’ গড়ে তোলার ডাক দেন কবে?

ক. ১৯৭১ সালের ২ মার্চ

খ. ১৯৭১ সালের ৩ মার্চ

গ. ১৯৭১ সালের ৭ মার্চ

ঘ. ১৯৭১ সালের ২৫ মার্চ

২. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়?

ক. রেসকোর্স ময়দানে

খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

গ. মুজিবনগরে

ঘ. স্মৃতিসৌধে

৩. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে?

ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল

খ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল

গ. ১৯৭১ সালের ২৫ মে

ঘ. ১৯৭১ সালের ১ জুন

৪. মুজিবনগর সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে?

ক. মনসুর আলী

খ. অধ্যাপক ইউসুফ আলী

গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী

ঘ. মোজাফফর হোসেন

৫. বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য মুজিবনগর সরকার কাকে বিশেষ দূত নিয়োগ করেন?

ক. বিচারপতি কামাল আহমেদ

খ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী

গ. মোহাম্মদ কামারুজ্জামান

ঘ. তাজউদ্দিন আহমদ

৬. মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে?

ক. ৩টি খ. ৪টি

গ. ৭টি ঘ. ১১টি

৭. জাতিসংঘে বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে কয়টি দেশ?

ক. ২৬টি খ. ৩১টি

গ. ৪৭টি ঘ. ৫৯টি

৮. জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?

ক. লিবারেশন কনসার্ট খ. কনসার্ট ১৯৭১

গ. বাংলাদেশ কনসার্ট ঘ. কান্ট্রি কনসার্ট

৯. সাইমন ড্রিং কে ছিলেন?

ক. একজন রাজনীতিবিদ

খ. একজন সাংবাদিক

গ. একজন গায়ক

ঘ. একজন রাষ্ট্রদূত

১০. ‘সংবাদ পরিক্রমা’ অনুষ্ঠানটি কোথা থেকে প্রচারিত হতো?

ক. বিবিসি

খ. বাংলা বেতার কেন্দ্র

গ. আকাশবাণী

ঘ. ভয়েস অব আমেরিকা

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.গ ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.ঘ ৭.গ ৮.গ ৯.খ ১০.ক

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়