যুক্তিবিদ্যা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১. অনুমান প্রধানত কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

২. যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি?

ক. শব্দ খ. অনুমান

গ. অবধারণ ঘ. পদ

৩. জানা থেকে অজানায় গমনকে যুক্তিবিদ্যায় কী বলে?

ক. আশ্রয়বাক্য খ. অনুমান

গ. যুক্তিবাক্য ঘ. সিদ্ধান্ত

৪. পরোক্ষ জ্ঞানের অন্যতম বাহন কোনটি?

ক. বাক্য খ. প্রতীক

গ. অবধারণ ঘ. অনুমান

৫. অনুমানে ব্যবহৃত আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কী থাকে?

ক. মিল খ. অমিল

গ. অনিবার্য সম্পর্ক ঘ. কোনো সম্পর্ক থাকে না

৬. অবরোহ ও আরোহ অনুমানের মধ্যকার সম্পর্ক কোন ধরনের?

ক. সমমুখী খ. বিপরীতমুখী

গ. অন্তর্মুখী ঘ. একমুখী

৭. যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য অপেক্ষা কম ব্যাপক তা কী?

ক. আরোহ অনুমান খ. অবরোহ অনুমান

গ. প্রকৃত অনুমান ঘ. অপ্রকৃত অনুমান

৮. অবরোহ অনুমান প্রধানত কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৯. কতিপয় বিশেষ বস্তু বা ঘটনার পর্যবেক্ষণ বা অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করাকে কী বলে?

ক. আরোহ অনুমান খ. অবরোহ অনুমান

গ. আরোহের কূটাভাস ঘ. কার্যকারণ নিয়ম

১০. চিন্তা বা অনুমানের বাহন হলো—

i. যুক্তি

ii. যুক্তিবাক্য

iii. ভাষা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.ক ২.খ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.খ ৮.ক ৯.ক ১০.খ

এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা