সপ্তম শ্রেণি - বাংলা ২য় পত্র | শব্দ থেকে কবিতা : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

শব্দ থেকে কবিতা

১. মুশকিল শব্দের অর্থ কী?

ক. রোগবালাই খ. মেলামেশা

গ. কষ্ট করা ঘ. সহজতর

২. বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী কে?

ক. হুমায়ুন আজাদ খ. হ্ুমায়ূন আহমদ

গ. শামসুর রাহমান ঘ. আহসান হাবীব

৩. ‘শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচাকেনা চলে’—এই বাক্যে বেচাকেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. বিনিময় প্রথা খ. ক্রয়-বিক্রয়

গ. ব্যবহার ঘ. আদান-প্রদান

৪. নিচের কোনটি কাকে বলে, তা বলা খুব মুশকিল?

ক. নাটক খ. গল্প

গ. কবিতা ঘ. গান

৫. আমরা কমবেশি কবিতা চিনি—

ক. যারা হাসতে পারি

খ. যারা পড়তে পারি

গ. যারা বলতে পারি

ঘ. যারা গাইতে পারি

৬. কবিতার লেখা পড়লে মন কেমন করে ওঠে?

ক. পবিত্র হয় খ. রেগে ওঠে

গ. নেচে ওঠে ঘ. শান্ত হয়

৭. ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধে কার ঘুড়ি বানানোর কথা বলা হয়েছে?

ক. ভাবের খ. শব্দের

গ. রঙের ঘ. উপমার

৮. কবিতা কারা লেখেন?

ক. কবিয়ালরা খ. শিল্পীরা

গ. কবিরা ঘ. গায়কেরা

৯. শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কী লেখা হয়?

ক. উপন্যাস খ. কবিতা

গ. নাটক ঘ. গল্প

১০. কবিরা কিসের মতো স্বপ্ন দেখেন?

ক. বালুর মতো খ. চাঁদের মতো

গ. মাটির মতো ঘ. সুরকির মতো

সঠিক উত্তর

শব্দ থেকে কবিতা: ১.গ ২.ক ৩.ঘ ৪.গ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.গ ৯.খ ১০.খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা