নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ১৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ১৭

১. উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডার কত প্রকার?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

২. নিচের কোনটি তৎসম শব্দ?

ক. গ্রহ খ. কুড়ি

গ. কলম ঘ. পাখি

৩. কোন শ্রেণির বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ?

ক. তৎসম খ. তদ্ভব

গ. দেশি ঘ. বিদেশি

৪. গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত, যথা–

ক. প্রত্যয় ও বিভক্তি

খ. ধ্বনি ও বর্ণ

গ. মৌলিক ও সাধিত

ঘ. তৎসম ও তদ্ভব

৫. পদ বিবেচনায় শব্দ কত প্রকার?

ক. পাঁচ খ. সাত

গ. আট ঘ. দশ

আরও পড়ুন

৬. গঠন বিবেচনায় শব্দ কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. পাঁচ ঘ. আট

৭. বাংলা শব্দভান্ডারকে সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করা যায়?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

৮. তৎসম ও তদ্ভব শ্রেণিকে কোন উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়?

ক. নিজস্ব খ. পরের

গ. আগন্তুক ঘ. পরিচিত

৯. সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে কী বলা হয়?

ক. দেশি শব্দ খ. বিদেশি শব্দ

গ. তৎসম শব্দ ঘ. তদ্ভব শব্দ

১০. কোন শ্রেণির শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র?

ক. তৎসম খ. দেশি

গ. বিদেশি ঘ. তদ্ভব

সঠিক উত্তর

পরিচ্ছেদ ১৭: ১.খ ২.ক ৩.ক ৪.গ ৫.গ ৬.ক ৭.খ ৮.ক ৯.গ ১০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

আরও পড়ুন