এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | অপরিচিতা : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অপরিচিতা

৩১. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মায়ের চোখের পলক পড়ছে না কেন?

ক. মেমসাহেব দেখে

খ. কল্যাণীকে দেখে

গ. সৌন্দর্য দেখে

ঘ. অনুপমের রূপে

৩২. রেলওয়ে কর্মচারী ইংরেজ স্টেশনমাস্টারকে ডেকে আনল কেন?

ক. কামরা দেখতে

খ. টিকিট কাটাতে

গ. মেয়েটির চঞ্চলতায়

ঘ. ভয় দেখাতে

৩৩. ‘বিপাশা তার পিতার একমাত্র মেয়ে বলে বড় আদরের মেয়ে।’ বিপাশার সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?

ক. আহ্লাদীর খ. কল্যাণীর

গ. মাতিলদার ঘ. দিগম্বরীর

৩৪. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণী কোন ভাষায় বলল, ‘আমরা গাড়ি ছাড়িব না’?

ক. বাংলা খ. ইংরেজি

গ. হিন্দি ঘ. আরবি

৩৫. ‘অপরিচিতা’ গল্পে ধনীর কন্যা কার পছন্দ নয়?

ক. মামা খ. অনুপম

গ. হরিশ ঘ. বিনু

৩৬. ‘মন্দ নয় হে! খাঁটি সোনা বটে।’ বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. শম্ভুনাথের আর্থিক অবস্থা

খ. কল্যাণীর রূপ

গ. দেনা-পাওনার পরিমাণ

ঘ. স্বর্ণের গুণাগুণ

৩৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ মূলত কী জাতীয় রচনা?

ক. গবেষণামূলক

খ. উদ্দেশ্যমূলক

গ. নকশাজাতীয়

ঘ. শিক্ষামূলক

৩৮. মামার নিষেধ অমান্য করে কল্যাণীর সঙ্গে দেখা করতে যাওয়ার মধ্য দিয়ে অনুপমের কোন দিকটি প্রকাশিত হয়?

ক. অপরাধবোধ

খ. বিবেকবোধ

গ. লুক্কায়িত প্রেম

ঘ. গভীর সহানুভূতি

৩৯. অনুপম ও কল্যাণীর বিয়েতে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে?

ক. কন্যার পিতার পারিবারিক অবস্থা

খ. তৎকালীন উঁচু শ্রেণির মতামত

গ. অনুপমের পিতার প্রতিজ্ঞা

ঘ. দুই পরিবারের অতীত সুসম্পর্ক

৪০. কে বিয়েবাড়িতে ঢুকে খুশি হলেন না?

ক. অনুপম খ. হরিশ

গ. মামা ঘ. বিনু

সঠিক উত্তর

অপরিচিতা: ৩১.খ ৩২.গ ৩৩.খ ৩৪.গ ৩৫.ক ৩৬.খ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.ক ৪০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন