দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

১. কত সালে ‘লিগ অব নেশনস’ প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯১২ সালে খ. ১৯১৪ সালে

গ. ১৯২০ সালে ঘ. ১৯২৮ সালে

২. কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭২ সালে খ. ১৯৭৪ সালে

গ. ১৯৮৪ সালে ঘ. ১৯৮৫ সালে

৩. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত তারিখে?

ক. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪

খ. ১৬ মে, ১৯১৩

গ. ১ অক্টোবর, ১৯৪৬

ঘ. ২৪ অক্টোবর, ১৯৪৫

৪. প্রতিবছর জাতিসংঘ দিবস পালন করা হয় কবে?

ক. ৭ এপ্রিল খ. ১৭ সেপ্টেম্বর

গ. ২৪ অক্টোবর ঘ. ১০ ডিসেম্বর

৫. নিচের কোনটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী সভা?

ক. নিরাপত্তা পরিষদ

খ. সাধারণ পরিষদ

গ. অছি পরিষদ

ঘ. আইএমএফ

আরও পড়ুন

৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কতটি?

ক. ২টি খ. ৫টি

গ. ৬টি ঘ. ৮টি

৭. জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

৮. নিচের কোন দেশের ভেটো প্রদানের ক্ষমতা আছে?

ক. ইতালি খ. ভারত

গ. চীন ঘ. জার্মানি

৯. কততম সদস্য দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক. ১৩৬তম খ. ৩২তম

গ. ৪১তম ঘ. ৩১তম

১০. বাংলাদেশের তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করেন?

ক. ৩২তম খ. ৪১তম

গ. ৪২তম ঘ. ৪৪তম

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১.গ ২.খ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.খ ৭.গ ৮.গ ৯.ক ১০.খ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা