সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৪১. যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে, তাকে কী বলা হয়?

ক. উপসংস্কৃতি খ. গ্রামীণ সংস্কৃতি

গ. লোকসংস্কৃতি ঘ. শহুরে সংস্কৃতি

৪২. ওঁরাও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন মাস থেকে বছর গণনা শুরু করে?

ক. ফাল্গুন খ. চৈত্র

গ. বৈশাখ ঘ. মাঘ

৪৩. লোকসংস্কৃতির অবস্তুগত উপাদান কোনটি?

ক. লোকগীতি খ. ধাঁধা

গ. সাহিত্য ঘ. খনার বচন

৪৪. লোকসংস্কৃতির বস্তুগত উপাদান কোনটি?

ক. পালকি খ. খনার বচন

গ. লোকনাটক ঘ. পল্লিগীতি

৪৫. লোকসংস্কৃতি বলতে কোনটি বোঝায়?

ক. বেদে সম্প্রদায়

খ. গ্রামের মানুষের সংস্কৃতি

গ. শহরের মানুষের সংস্কৃতি

ঘ. লোকসমাজের সংস্কৃতি

৪৬. বাংলাদেশে আদিকাল থেকেই মানুষ কোন সংস্কৃতি লালন করছে?

ক. লোকসংস্কৃতি খ. গ্রামীণ সংস্কৃতি

গ. শহুরে সংস্কৃতি ঘ. বেদে সংস্কৃতি

৪৭. কোন সমাজ থেকে লোকসংস্কৃতির যাত্রা শুরু হয়েছে?

ক. দাস সমাজ

খ. শিল্প সমাজ

গ. গ্রামীণ কৃষিজীবী সমাজ

ঘ. সামন্ত সমাজ

৪৮. লোকসমাজে কিসের ভয়ের অস্তিত্ব পুরোনো প্রথা?

ক. ভূত খ. প্রেতাত্মা

গ. জিন ঘ. মানুষ

৪৯. লোকসংস্কৃতির উপাদান কয় ধরনের হতে পারে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৫০. অনেক দিন খরা হলে কে খুব চিন্তায় পড়ে?

ক. মজুর খ. চাকরিজীবী

গ. কৃষক ঘ. ব্যবসায়ী

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.গ ৪২.ক ৪৩.গ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.ক ৪৭.গ ৪৮.ক ৪৯.ক ৫০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)