বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ১ | ইসলাম ও নৈতিক শিক্ষা - নবম শ্রেণি

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. ‘আকাইদ’ শব্দের অর্থ কী?

ক. বিশ্বাস খ. বিশ্বাসমালা

গ. একত্ববাদ ঘ. অংশীদার

২. ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়বিশ্বাসকে কী বলা হয়?

ক. আকাইদ খ. তাকদির

গ. একত্ববাদ ঘ. তাসাউফ

৩. ইসলামের মূল ভিত্তি কী?

ক. ইমান খ. আকাইদ

গ. ইসলাম ঘ. তাওহিদ

৪. আকাইদের প্রায়োগিক দিক কোনটি?

ক. নামাজ

খ. ইসলাম

গ. পরকাল

ঘ. মুসলিম

৫. ইসলামের বিশ্বাসগত দিকের নাম কী?

ক. ইমান খ. এহসান

গ. আকাইদ ঘ. তাওহিদ

আরও পড়ুন

৬. ইসলাম শব্দের অর্থ কী?

ক. আনুগত্য করা খ. বিশ্বাস করা

গ. ধর্মপরায়ণ হওয়া ঘ. দাসত্ব করা

৭. মহান আল্লাহ ও রাসুল (সা.)-এর আনুগত্য করাকে কী বলা হয়?

ক. ইমান খ. আকাইদ

গ. ইসলাম ঘ. আখলাক

৮. মুসলিম বলা হয় তাঁকে, যিনি—

ক. আল্লাহকে মনেপ্রাণে বিশ্বাস করেন

খ. আল্লাহকে মুখে স্বীকার করেন

গ. ইসলামি জ্ঞান অর্জন করেন

ঘ. ইসলামের বিধিবিধান মেনে চলেন

৯. আল্লাহ তায়ালার প্রবর্তিত জীবনবিধান কোনটি?

ক. ইমান খ. শরিয়ত

গ. ইসলাম ঘ. ইবাদত

১০. সিলমুন অর্থ কী?

ক. আনুগত্য খ. আত্মসমর্পণ

গ. শান্তি ঘ. আত্মতৃপ্তি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.ক ৩.খ ৪.খ ৫.গ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.গ ১০.গ

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

আরও পড়ুন