নবম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৬

১. HIV–এর সুপ্তিকাল কত মাস?

ক. ৫–৬ মাস খ. ৬–৭ মাস

গ. ৭–৮ মাস ঘ. ৮–৯ মাস

২. ‘Militant’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. ইংরেজি খ. লাতিন

গ. গ্রিক ঘ. ফরাসি

৩. শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে। এর মূল কারণ কী?

ক. ত্রুটিপূর্ণ মনোভাব

খ. মূল্যবোধের অবক্ষয়

গ. গোঁড়ামিপূর্ণ মনোভাব

ঘ. আধিপত্যভাব

৪. কোনটির মাধ্যমে সমাজে হিংসাত্মক কার্যক্রম রোধ করা যায়?

ক. বৈষম্য কমানোর দ্বারা

খ. গতিশীলতা সৃষ্টির দ্বারা

গ. স্বচ্ছতা সৃষ্টির দ্বারা

ঘ. সচেতনতা সৃষ্টির দ্বারা

৫. কোন সালে বাংলাদেশ সরকার মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ঘোষণা করে?

ক. ২০০০ সালে খ. ২০০২ সালে

গ. ২০০৬ সালে ঘ. ২০১১ সালে

৬. সামাজিক অসংগতির মূল কারণ কোনটি?

ক. মূল্যবোধের অধঃপতন

খ. আচার–ব্যবহারে নেতিবাচক পরিবর্তন

গ. আইনশৃঙ্খলার অবনতি

ঘ. রীতিনীতির নিয়ন্ত্রণহীনতা

৭. আমাদের দেশে এইডস সংক্রমণের প্রধান কারণ কী?

ক. শিক্ষার অভাব

খ. এইডস সম্পর্কে অজ্ঞতা

গ. পেশাদার রক্তদাতার সংখ্যা বেশি

ঘ. মাদকদ্রব্য গ্রহণের প্রবণতা বেশি

৮. জাতীয় শিশু শ্রম নিরসন নীতি কত সালে হয়?

ক. ২০১০ সালে খ. ২০১১ সালে

গ. ২০১২ সালে ঘ. ২০১৩ সালে

৯. জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশু কারা?

ক. ৭ বছরের কম বয়সীরা

খ. ৭–১৪ বছর বয়সীরা

গ. ১৬ বছরেরর কম বয়সীরা

ঘ. ১৮ বছরের কম বয়সীরা

১০. এইডস রোগীর প্রতি আমাদের করণীয় কী?

ক. সহানুভূতি প্রকাশ করা

খ. দূরে থাকা

গ. ত্যাগ করা

ঘ. অবহেলা প্রকাশ করা

অধ্যায় ১৬: ১.খ ২.খ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.খ ৮.ক ৯.ঘ ১০.ক

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা