দশম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৬১. কোন মহাদেশে বায়ুবিদ্যুতের টারবাইন খুব পরিচিত?

ক. এশিয়া খ. ইউরোপ

গ. অস্ট্রেলিয়া ঘ. আফ্রিকা

৬২. নবায়নযোগ্য শক্তির কোনটি সবচেয়ে বেশি পরিবেশবান্ধব?

ক. সৌরশক্তি খ. বায়ুশক্তি

গ. বায়ু ফুয়েল ঘ. বায়োমাস

৬৩. একটা বায়ু টারবাইন থেকে কী পরিমাণ বিদ্যুৎ পাওয়া সম্ভব?

ক. কয়েক ওয়াট

খ. কয়েক কিলোওয়াট

গ. কয়েক অশ্বক্ষমতা

ঘ. কয়েক মেগাওয়াট

৬৪. কোন দেশে বায়োফুয়েল ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে?

ক. আর্জেন্টিনা খ. ব্রাজিল

গ. জার্মানি ঘ. ইতালি

৬৫. শক্তির রূপান্তরে পরিবেশের ওপর প্রভাবের সবচেয়ে বড় উদাহরণ কোনটি?

ক. ফসিল খ. বায়োমাস

গ. বায়োফুয়েল ঘ. নিউক্লিয়ার শক্তি

৬৬. ফসিল জ্বালানিতে কোনটির পরিমাণ বেশি?

ক. সালফার খ. কার্বন

গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন

৬৭. কোনটি গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত?

ক. O2 খ. CO2

গ. N2 ঘ. H2

৬৮. কোনটি তাপকে পৃথিবীতে ধরে রাখতে পারে?

ক. N2 খ. O2

গ. H2 ঘ. CO2

৬৯. বৈশ্বিক উষ্ণতার কারণে কোন অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে?

ক. বিষুবীয় খ. মরু

গ. ক্রান্তীয় ঘ. মেরু

৭০. মানুষের ভুল বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে?

ক. নিউক্লিয়ার শক্তিকেন্দ্রে

খ. জলবিদ্যুৎকেন্দ্রে

গ. সোলার প্যানেলে

ঘ. বায়োফসিলে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬১.খ ৬২.খ ৬৩.ঘ ৬৪.খ ৬৫.ক ৬৬.খ ৬৭.খ ৬৮.ঘ ৬৯.ঘ ৭০.ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আরও পড়ুন